সমাধানঃ-
আল্লাহ তা'আলা ব্যবসাকে হালাল করেছেন, এবং ধোঁকা সম্ভলিত বেছা-কেনা থেকে নিষেধ করেছেন।যেমনঃ- হযরত আবু হুরায়রা রাঃ থেকে ধোঁকা সম্ভলিত বেচ-কেনা সম্পর্কে বর্ণিত আছে,
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ ﻧﻬﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻦ ﺑﻴﻊ ﺍﻟﺤﺼﺎﺓ ﻭﻋﻦ ﺑﻴﻊ ﺍﻟﻐﺮﺭ
তরজমাঃ- নবী কারীম সাঃ বলেনঃ- কঙ্কর নিক্ষেপ করে বেচা-কেনা এবং ধোঁকা সম্ভলিত বেচা-কেনা থেকে বেছে থাকো।(সহীহ মুসলিম-১৫১৩)
তাছাড়া হাদীস শরীফে মূল্যবৃদ্ধির লক্ষ্যে মাল স্টককারী সম্পর্কে কঠোর হুশিয়ারী এসেছে,
" ﺍﻟْﺠَﺎﻟِﺐُ ﻣَﺮْﺯُﻭﻕٌ ، ﻭَﺍﻟْﻤُﺤْﺘَﻜِﺮُ ﻣَﻠْﻌُﻮﻥٌ "
তরজমাঃ- আমদানিকরক রিযিকপ্রাপ্ত এবং মূল্যবৃদ্ধির লক্ষ্যে মাল স্টককারী লা'নত প্রাপ্ত।(সুনানে ইবনে মা'জা-৩৫০)
তাই বর্ণিত সূরতে জালিয়াতি করে টিকিট ইত্যাদি বিক্রয় করা কখনো বৈধ হবেনা।তবে বিপদে পড়ে ক্রয় করলে ক্রেতার জন্য তা বৈধ আছে।গোনাহ বিক্রেতারই হবে।