আসসালামু আলাইকুম
আমাদের বিয়ে হয় গত বছর শাওয়াল ২ তারিখে, বিয়েতে আমাকে মোহর বাবদ কিছু স্বর্ণের গয়না দেয়া হয়, আমার আগের গয়না সহ মোট স্বর্ণের পরিমাণ সারে সাত ভরির বেশি আছে এখন, বিয়ের সময় আমার স্বামীর কাছে ৬০ হাজার এর মত টাকা ছিল ব্যাংকে, এখন আরবী মাস অনুযায়ী এক বছর বাদে তার ব্যাংকে ৭৫ হাজার এর মত টাকা ছিল,, কিন্তু বছরের মাঝে এই টাকা ফিক্সড ছিল না, কিন্তু ইংরেজি মাস অনুযায়ী এক বছর বাদে তার ব্যাংকে ২৬ হাজার টাকার মত আছে এখন,, উল্লেখ্য এই টাকা আমাদের কোনো সঞ্চয় না, পারিবারিক খাতে খরচ হওয়ার মাসিক বেতন + কিছু হাদিয়া,,
যেহেতু আমাদের স্বর্ণ আছে তাই আমাদের স্বর্ণের উপর যাকাত ফরয আমরা জানি, কিন্তু আমার প্রশ্ন আমাদের এই টাকার উপরও কি যাকাত আসবে?