আসসালামু আলাইকুম শায়েখ। আপনার কাছে নিচের ঘটনায় সাহায্য চাই। মহিলা ভয়ে থাকে নাজানি তার সংসার বৈধ না থাকে। অজান্তে যাতে ওয়াসওয়াসার কারনে পাপ না হয়ে যায়। একটি জিনিস নিয়ে ওয়াসওয়াসায় ভোগে সবসময়। ছোট ছোট ঘটনায় সে ভয় পেয়ে যায়। সেদিন একটি ঘটনা ঘটে।
১।কেউ যদি অন্যমনস্ক হয়ে বলে ফেলে যে "নিজের উপর তা*** বলিনি,, অর্থাত তার খেয়াল না থাকে সে মুখে বলে ফেলছে।সে নিজেকে সান্তনা দেওয়ার জন্য বলে থাকে যদি। তাহলে সমস্যা হয়ে যায়??
২। সে মনে মনে বলেছিল "" তা*** নিজেকে" এইভাবে তার মনে এই কথাটা প্রায়ই আসে। সে সেদিন কথাটা মনে কয়েকবার বলার পর সন্দেহে পরে যায় পরে সে মুখে বলে ফেলেছিল কিনা। কারন তার মনে হয়েছিল এমন কিছু তার কানে বেজেছে। তার মুখ হঠাত নড়েছিল,, কিন্তু তখন সে নিশ্চিত ছিল সেই মুখ নড়ার মধ্যে কোন শব্দ ছিল না বা এই ধরনের কিছু সে বলেনি। তার কানে যে কথাটা বেজেছিল সেটা হয়তো মনে বার বার বলার কারনে বেজেছিল। তার মনে হয় সে মুখে শব্দ করে এই ধরনের কিছু বলে ফেলেনি৷ তাও তার ওয়াসওয়াসা কাজ করছে যে কথাটা কানে বেজেছে সেটা সে মুখে বলে ফেলেছিল কিনা??
এই অবস্থায় কি তার উপর তা** পতিত হবে??
৩। একদিন মহিলা ওয়াসওয়াসার কারনে বলে "" নিজের উপর তা** বলিনি। "" এই ভাবে সে শব্দ ছাড়া বলে কয়েকবার। তারপর সে শেষবার বলতে গিয়ে "তা***" শব্দটা একটু শব্দ হয়ে যায়। তারপর সে ভয় পেয়ে যায় আর সন্দেহে পরে যায় পুরো বাক্য টা সে শব্দ করে বলে ফেলেছিল কিনা। কিন্তু পুরো বাক্য শব্দ করে বলার মত স্মৃতি তার নেই। সে ভয়ে আছে সে শব্দ করে বলে ফেলেছিল কিনা বাক্য টা,,কিছুতেই মনে করতে পারছে না। শুধু সন্দেহ হচ্ছে পুরো বাক্য টাতে শব্দ হয়েছিল কিনা।এরকম সন্দেহ থেকে গেলে সেই ঘটনার ফলে কি তার উপর তা** পতিত হবে?