ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2227 নং ফাতাওয়ায় বলেছি যে,
টুপি পড়া সুন্নাত।
টুপি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন, তাবেয়ীন তাবে-তাবেয়ীন পরেছেন এবং পরবর্তীতে সব যুগেই মুসলিমগণ তা পরিধান করেছেন। টুপি, পাগড়ীর মতোই একটি ইসলামী লেবাস। হাদীসে, আছারে ও ইতিহাসের কিতাবে এ বিষয়ে বহু তথ্য আছে এবং অনেক আলিম-মনীষীর বক্তব্যও আছে। নিম্নে এ সম্পর্কে কিছু দলীল পেশ করা হল।
হাদীস থেকে।
হাদীস-১
হাসান বিন মেহরান থেকে বর্ণিত-
ﻋﻦ ﺭﺟﻞ ﻣﻦ ﺍﻟﺼﺤﺎﺑﺔ : ﻗﺎﻝ : ﺃﻛﻠﺖ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﺭﺃﻳﺖ ﻋﻠﻴﻪ ﻗﻠﻨﺴﻮﺓ ﺑﻴﻀﺎﺀ
একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’ (আল ইসাবাহ ৪/৩৩৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
ক্যাপ টুপি দ্বারা সুন্নত আদায় হবে না। এবং সেটার উপর পগড়িও পরিধান করা যাবে না।
(২)
টুপি অকার্যকর হয়ে গেলে তাকে অন্য কোনো ভালো কাজে লাগিয়ে দিবেন। বা পানিতে ফেলে দিতে পারেন।অথবা পরিবেশ রক্ষার নিমিত্তে জালিয়ে ছাই করেও দিতে পারেন।
(৩)
লিংক আপলোড হচ্ছে না।আবার ইডিট করে দিন।
(৪)
জ্বী, মসজিদের পাশে কবরের তামান্না ভালো।কেননা এতে করে কুরআন তিলাওয়াতের আওয়াজ মসজিদের আশপাশে সর্বক্ষণই থাকবে।
(৫)
জ্বী,টুপির উপরেই পাগড়ী পরিধান সুন্নত।