১. আসসালামু আলাইকুম। আমি একটা কুরআন এর মুসহাফ অর্ডার দিয়েছি অনলাইনে, সাথে আরো কিছু ইসলামিক বই। আমি জানতে চাচ্ছিলাম যে, হায়েজ চলাকালীন অবস্থায় কি হাত মোজা পরে এই মুসহাফের পার্সেল ধরা যাবে? যেহেতু অনলাইন অর্ডার তাই মুসহাফটি প্যাকেট করা থাকবে, সাথে অন্য বই ও আসবে ইনশাআল্লাহ। আমাকে পার্সেল রিসিভ করতে হবে।
২. আমাদের এখানে যাতায়াত এর একটা কমন পরিবহন হলো অটো বা ইজি বাইক। একটা নির্দিষ্ট গন্তব্য অব্দি ভাড়া ফিক্সড। সব সময় জিজ্ঞেস করা লাগেনা যে এই জায়গার ভাড়া কতো, কারণ এটা সবারই জানা যে অমুক জায়গার ভাড়া এটাই সাধারণত। অনেক সময় দেখা যায় যে, অটো ড্রাইভার রা ৫ টাকা বেশি চেয়ে বলে যে এই জায়গার ভাড়া নাকি এটা! অথচ আমি রেগুলার যাওয়া আসা করি, ভাড়া আমি ভালো মতনই জানি। হতে পারে মেয়ে মানুষ দেখে এরকম করে। তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি যদি উনাদের শক্ত ভাবে বলি যে এটাই ভাড়া, অথবা আপনি ভাড়া জানেন না নয়তো নতুন অটো চালাচ্ছেন। এটা বললে কি গুনাহ হবে আমার? এমন পরিস্থিতিতে কি করনীয় আমার?
[ বিঃদ্রঃ শাইখ, আমি পুরুষের পাশে বসবো না বলে যখন একলা যাওয়া আসা করি তখন দুই সিট নিয়ে যাই, মানে যা ভাড়া তার ডাবল দেই। হতে পারে এর জন্য ও বেশি চেয়ে বসতে পারে। আল্লাহ জানেন ভালো। ৫ টাকা অনেক বড় কিছু না হলেও ৫+৫ ১০ দেয়া লাগে।কিন্তু সমস্যা হচ্ছে ওনারা যেটা ভাড়া না সেটা চান যাতে আমার রাগ হয়।]