আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
136 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
১. আসসালামু আলাইকুম।  আমি একটা কুরআন এর মুসহাফ অর্ডার দিয়েছি অনলাইনে, সাথে আরো কিছু ইসলামিক বই। আমি জানতে চাচ্ছিলাম যে, হায়েজ চলাকালীন অবস্থায় কি হাত মোজা পরে এই মুসহাফের পার্সেল ধরা যাবে? যেহেতু অনলাইন অর্ডার তাই মুসহাফটি প্যাকেট করা থাকবে, সাথে অন্য বই ও আসবে ইনশাআল্লাহ।  আমাকে পার্সেল রিসিভ করতে হবে।
২. আমাদের এখানে যাতায়াত এর একটা কমন পরিবহন হলো অটো বা ইজি বাইক। একটা নির্দিষ্ট গন্তব্য অব্দি ভাড়া ফিক্সড।  সব সময় জিজ্ঞেস করা লাগেনা যে এই জায়গার ভাড়া কতো, কারণ এটা সবারই জানা যে অমুক জায়গার ভাড়া এটাই সাধারণত।  অনেক সময় দেখা যায় যে, অটো ড্রাইভার রা ৫ টাকা বেশি চেয়ে বলে যে এই জায়গার ভাড়া নাকি এটা! অথচ আমি রেগুলার যাওয়া আসা করি, ভাড়া আমি ভালো মতনই জানি। হতে পারে মেয়ে মানুষ দেখে এরকম করে। তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি যদি উনাদের শক্ত ভাবে বলি যে এটাই ভাড়া, অথবা আপনি ভাড়া জানেন না নয়তো নতুন অটো চালাচ্ছেন। এটা বললে কি গুনাহ হবে আমার? এমন পরিস্থিতিতে কি করনীয় আমার?
[ বিঃদ্রঃ শাইখ, আমি পুরুষের পাশে বসবো না বলে যখন একলা যাওয়া আসা করি তখন দুই সিট নিয়ে যাই, মানে যা ভাড়া তার ডাবল দেই। হতে পারে এর জন্য ও বেশি চেয়ে বসতে পারে। আল্লাহ জানেন ভালো।  ৫ টাকা অনেক বড় কিছু না হলেও ৫+৫ ১০ দেয়া লাগে।কিন্তু সমস্যা হচ্ছে ওনারা যেটা ভাড়া না সেটা চান যাতে আমার রাগ হয়।]

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হায়েয অবস্থায় প্যাকেট কৃত কুরআনের পার্সেল আপনি ধরতে পাররবেন।গ্রহণ করতে পানবেন।

(২)
https://www.ifatwa.info/8668 নং ফাতাওয়ায় বলেছি যে,
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা-২৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি নিজের অধিকার রক্ষা করার নিমিত্তে তাদের সামনে প্রতিবাদ করতে পারেন। শক্ত ভাষায় তাদের সাথে কথা বলতে পারেন, এতেকোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...