আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা। শায়েখ একটা প্রশ্ন এটা ঠিক আমার সাথে হয়েছে কিনা জানি না।আমি এমনিতে জানার জন্য প্রশ্ন করতেছি।এই ধরনের কথা নিয়ে খুব টেনশনে আছি। জানি না শায়েখ ঠিকভাবে বুঝিয়ে বলতে পারি কিনা।
ধরেন স্বামী স্ত্রী কেউ জানে না ১৮ নং কলামের ব্যপারে।স্বামী যখন জিগ্যেস করেছে কাজিকে তহ কাজী বলেছে এটা এক্সট্রা যুক্ত করতে হয় মানে তালাকের অধিকার স্ত্রীকে দিবে কি দিবে না সেটা।যখন স্বামী স্ত্রীর কাবিন আর আকদ হয় তখন সেই ঘরটা খালি রাখে।আর স্বামীকে নাকি বলেছে ওটা যুক্ত করতে চাইলে করতে পারে। কিন্তুু কাবিন আকদ হওয়ার পর ১৮ নং কলাম ওটা কাজী এ হ্যা লিখে দিছে ।আর বলেছে বনিবনা না হলে দিতে পারবে।কিন্তুু এই ব্যপারে স্বামী স্ত্রী কেউ কিছুই জানে না।এর পর বিয়ের স্ত্রী তালাক চাইলে স্বামী মুখে বলেছে তুমার ইচ্ছে হলে তুমি দাও।মানে মুখে তালাকের অধিকার দিছে।কিন্তুু কাগজে দিছে কিনা সেটা স্বামী আর স্ত্রীর কেও জানে না।মাঝে মাঝে ঝগড়া হলে স্বামী বলত আমি আরেকটা কলাম ওটা এড করে দিব কাবিন নামায়।মানে কাবিননামায় স্ত্রীকে তালাকের অধিকার দিবে সেটা বলত। স্বামী যদি বলত"আমি কাবিননামায় কলাম ওটা এডড করব যাতে তুমি তালাক দিলে তালাক হয়"।কিন্তুু আগে থেকে এডড আছে সেটা জানে না কেও,এমনিতে মুখে দিলেও তারা জানত না মেয়েরা শরীয়ত মোতাবেক তালাক দিতে পারে।তহ এরপর স্ত্রী স্বামিকে তালাক দিলে কি তালাক হবে?আর স্বামীর কথা ওটা কি শর্ত যুক্ত তালাক হবে নাকি তালাকের ওয়াদা বুঝাবে যে? আর এরপর স্ত্রী স্বামীকে তালাক দিলেও কি তালাক হবে নিজে না নিয়ে?ইনভারটেড কমার ভিতর স্বামীর কথাটার কথা বলতেছি আমি।কথা ওটা দ্বারা কি শর্ত যুক্ত তালাক বুঝাবে নাকি ওয়াদা বুঝাবে যে? এরপর স্ত্রী তালাক দিলে স্বামীকে তা কি তালাক হবে?স্বামী স্ত্রী কাবিননামার এ বিষয়ে কিছু জানত না।বিয়ে হয়েছে একবছর ৫ মাস।৫ মাস আগে জানতে পারে কাবিননামার এ বিষয় সম্পর্কে।তখন এর পর থেকে মানে জানার পর থেকে স্ত্রী কোনদিন তালাক ও চায় নি দেয়ও নি স্বামীকে।
জানিনা শায়েখ ঠিকভাবে বুঝাতে পেরেছি কিনা।কিন্তুু এটা নিয়ে চিন্তায় আছি।আমার স্বামি ঠিক এরকম টা বলেছিল কিনাও মনে নেয়।তাও আমি জানার জন্য প্রশ্নটা করেছি।মানসিক শান্তির জন্য।