বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আল্লাহর রহমত হলে আমিও পারবো এমন দৃঢ়তার সাথে চেষ্টা ফিকির করাতে কোন দোষ নেই।
বরং এটা আরো প্রশংসনীয়। তাই আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে অগ্রসর হওয়াতে কোনো
দোষনীয় নয়। সুতরাং
নিজের মনে আত্মবিশ্বাস আনয়নে চিন্তা ফিকির করাটা খারাপ কিছু নয়। আবার এটা গোনাহের
কাজও নয়। তবে এক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে সাথে চেষ্টাও অব্যাহত রাখতে হবে, এবং আল্লাহর
কাছে নিজের মেধা ও জ্ঞান বৃদ্ধির জন্য দুআ করতে হবে।
সেই সাথে ‘আমি পারি’ মনে করে আত্মগরীমা এবং অহংকবোধ করা থেকে নিজেকে সংযত রাখতে
হবে।
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ
عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ [٣:١٥٩]
অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তা’আলার
উপর ভরসা করুন আল্লাহ তাওয়াক্কুল কারীদের ভালবাসেন। [সূরা আলেইমরান-১৫৯]
وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
[٢٠:١١٤]
বলুনঃ হে আমার পালনকর্তা,আমার জ্ঞান বৃদ্ধি করুন। [সূরা ত্বহা-১১৪]