আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ.
আমার ৩টি প্রশ্ন
১,আমি আর আমার বন্ধু যোহরের নামাজ পড়ছিলাম সেছিল ইমাম।দ্বিতীয় রাকাতে বন্ধুর সুরা শেষ হবার পরেও সে রুকুতে না যেয়ে আমার সুরা শেষ হওয়া অব্দি অপেক্ষা করছিল।আমি একটু গুনগুনিয়ে পড়ি এজন্যে সে আমার পড়া কতখানি হল সে বুঝতে পারছিল।।।
সে যেহেতু ইচ্ছাক্রিত ভাবে নামাজে চুপ থেকেছে আমার জন্য অপেক্ষা করেছে কখন সুরা শেষ হবে,এতে কি তার নামাজ ফাসিদ হবে? সে ইমাম ছিল
২,সুরা ফাতিহা তেলাওয়াতে মাঝে মাঝে অমনোযোগে পড়লে 'ইয়্যাকা নাস্তাঈন' এ তা তে এক আলিফ টান এসে যায়।অনেক সময় নামাজের মাঝে উক্ত রাকাতেই সুরা ফাতিহা শেষ হবার আগেই খেয়াল হয় কিন্তু আয়াত আর রিপিট করিনা
এতে কি নামায ফাসিদ হবে?
৩,ফরজ গোসল করার পর সন্দেহ লাগছিল নাভীর ভেতর পানি দিয়েছি কিনা। আমার নাভী একটু গভীর। যদিও সাধারন ভাবে পানি অনেকটা চলে যায়,কিন্তু একদ গভীরে যায়না।তাই গোসল শেষে গা মুছার পর যখন মনে হল তখন আংগুল যতটুক পারসি ভিজিয়ে ঢুকিয়ে মুছেছি।কিন্তু আমার স্বামী বলছে আংগুল নাকি আরো ঢুকবে,কিন্তু আমিত ঢুকাতে পারছিনা,পরে আমার স্বামী আংগুল ঢুকিয়ে দেখালো যে এভাবে আরো ঢুকে।তারকিছুপর আমি আলাদা করেনাভিতে ভালভাবে পানি দেই।অর্থাৎ গোসল করার প্রায় ৮ ঘন্টা পর। আমার কি তাহলে গোসল আবার করতে হবে না ঠিক আছে?
৪,আমি আর আমারবস্ত্রী একটা আবাসিক হোটেলে উঠি।মেঝে ধুলা ছিল এজন্য বিছানায় নামাজ পড়ি।বিছানাটা সাধারণ,চৌকি টাইপ খাট।সিজদা দিলে নাক,হাত কপাল,শক্ত অনুভব হত কিছুটা।তবে খুব প্রেশাত দিলে হাফ ইঞ্চি বা তারচেয়েও কম ডেবে যেত।এখন নামাজ গুলো কি হয়েছে?