ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"তুমি মুক্ত বা তুমি স্বাধীন " এগুলো কেনায়া শব্দ।তুমাকে মুক্ত করে দিলাম বা স্বাধীন করে দিলাম এগুলো কেনায়া বাক্য।
(২)
কেনায়া তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয়, আর তালাকে বায়িন অর্থ হল, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে শত তালাক দিলেও তালাক পতিত হবে না।
এই জন্যই বলা হয়ে থাকে, কেনায়া তালাক দেয়ার পর আর তালাক পতিত হয় না।
(৩)
তালাকের নিয়ত ব্যতিত কেনায়া তালাক দ্বারা তালাক পতিত হয় না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1049
(৪)
১ তালাকে বায়েন ধরে বিয়ে করবে। কেননা কেনায়া তালাক হওয়ার পর দ্বিতীয়বার আর কোনো তালাক হয়না।
(৫)
কেনায়া ১ তালাকের পর বিয়ে না করে শর্ত যুক্ত তালাক দিলে তালাক হবে না।