আসসালামু আলাইকুম।
আশা করি শায়খ আল্লাহর রহমতে সুস্থ আছেন!!
শায়খ! পবিত্র নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে।যদি উত্তর দেন,অনেক বড় উপকার হবে।কারণ, পবিত্রতা ছাড়া ইবাদত বন্দেগী অসম্ভব।
.
আমার কাপড়ে বীর্য- প্রসাব/অন্য নাপাকী লাগার পর শুকিয়ে যায়।পরে ঐ শুকনা কাপড় এর সাথে অন্যান্য পবিত্র কাপড় ভিজিয়ে রাখি।এর ফলে পবিত্র কাপড় সহ পুরো নাপাক হয়ে যায়।
আমার প্রশ্ন:-
১। যদি সম্পূর্ন কাপড় নাপাক হয়ে যায় তাহলে তাকে কীভাবে ধৌত করলে পবিত্র হবে? সম্পূর্ন নাপাক কাপড় পানিতে চুবালে তো আবার নাপাক হয়ে যাবে,আর এইভাবেই বারবার নাপাক হতেই থাকবে।তাহলে পুরো কাপড় কীভাবে পবিত্র করা যায়?
এইভাবে ধৌত করে কাপড় শুকিয়ে গেলে তখন ও নাপাক থাকবে? এই শুকনো কাপড় দিয়ে নামাজ আদায় করলে হবে?
২। প্রসাব করার পর গোপনাঙ্গ পরিষ্কার করার সময় হাতে প্রসাব লেগে যায়।তারপর হাত পানি দিয়ে ধুয়ে নিলেই কি পবিত্র হয়ে যাবে নাকি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে? যদি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি তাহলে ঐ শুকনো কাপড় টা কি নাপাক হয়ে যাবে না???
৩।২০১৭ থেকে হস্তমৈথূন করছি ।কিন্তু হস্তমৈথুনের পর যে ফরজ গোসল করতে হয় তা জেনেছি ২০২০ সালে ।তাহলে এত বছর যে অপবিত্র অবস্থায় নামাজ পড়েছি তা কি সম্পূর্ন কাযা করতে হবে?
৪।নাপাক কাপড় ধৌত করার সময় পানির ছিটা অন্যান্য কাপড়ে লেগে যায়।এখন এতবার ত আর কাপড় পাক করা সম্ভব নয়।তাহলে কি করতে পারি?
আশা করি উত্তর দিয়ে বড় একটি উপকার করবেন।
জাজাকাল্লাহ