আসসালামু আলাইকুম।
আজ থেকে প্রায় ১৮/২০ বছর আগে দ্বীনের বুঝ না থাকার কারনে ছেলে মেয়ে ইজাব কবুলের মতো সহপাঠীদের সামনে বলে ফেলে যা ছেলের মনে নেই কিন্তু মেয়ের ধারণা এমন কিছু হয়েছে (খুব জোর দিয়ে বলতে পারছে না, আর সিরিয়াস না থাকায় স্পষ্ট মনে নেই)। সাক্ষী হিসেবে কে কে ছিল এটাও স্পষ্ট মনে নেই। তাদের মধ্যে বৈবাহিক কোন সম্পর্ক ছিল না। এখন ছেলে অন্যত্র বিবাহিত। মেয়ে অবিবাহিত। মেয়ে নিশ্চিন্ত থাকার জন্য ছেলেকে বলেছিল তালাক দিতে, ছেলে স্থানীয় এক হুজুরের সাথে কথা বললে তিনি জানান এই বিয়ে হয় নি যেহেতু অভিভাবক ছিল না। তাই তালাক দেয় নি।
উল্লেখ্য মেয়ের অভিভাবক কখনো এই ছেলের সাথে বিয়ে দিত না, স্ট্যাটাস কাছাকাছি ছেলে মেয়ের কিন্তু সামাজিকতা মুখ্য বিষয়।
1. এই বিয়ে কি হয়েছে? হলে কি এখনও বহাল আছে?
2. ছেলে তালাক না দিলে মেয়ের করণীয় কি?
3. মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হলে ঐ লোককে (হবু স্বামীকে) এই বিষয়ে জানাতে হবে??