ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
قَالَ أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ المَنْطِقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ»
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয় আল্লাহ বনি আদমের উপর যতটুকু যিনা লিখে রেখেছেন সে তা করবেই; এর থেকে কোন নিস্তার নেই। চোখের যিনা হচ্ছে- দেখা; জিহ্বার যিনা হচ্ছে- কথা, অন্তর কামনা করে ও উত্তেজিত হয় এবং যৌনাঙ্গ সেটাকে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন করে না।(সহীহ বুখারী-৬২৪৩)
এই হাদীসের ব্যখ্যা হল, যিনার আধিক্য দিনদিন বাড়বেই থাকবে। হাদীসে যিনার আধিক্যকে কিয়ামতের আলামত নির্ধারণ করা হয়েছে। মানুষ রাস্তাঘাটে যিনায় লিপ্ত হবে, এমনকি কোনো কোনো নরপশু তার জন্মদাত্রী মায়ের সাথেও পর্যন্ত কিয়ামতের পূর্বে যিনায় লিপ্ত হবে।
ইমাম মানাবি রাহ বলেন,
" (على ابن آدم حظه من الزنا) أي خَلق له الحواس التي بها يجد لذة الزنا، وأعطاه القوى التي بها يقدر عليه، وركز في جبلته حب الشهوات "
“নিশ্চয় আল্লাহ বনি আদমের উপর যতটুকু যিনা লিখে রেখেছেন সে তা করবেই"
এই কথার সারমর্ম হল, আল্লাহ মানুষের মধ্যে কামভাব তৈরী করেছেন। এবং প্রত্যেক মানুষের মধ্যে সহবাসের যোগ্যতা সৃষ্টি করেছেন। এবং প্রত্যেক মানুষের সত্তার মধ্যে কামভাবের মহব্বত তৈরী করে দিয়েছেন।(ফয়যুল কাদির-২/২৪৬)