আসসালামু আলাইকুম।
শাইখ, রাস্তার আশেপাশে, গাছে ইত্যাদিতে পেরেক দিয়ে বিভিন্ন তাসবী, (সুবহানাল্লাহ, আল্লাহর নাম,কুরআনের আয়াত, হাদীস) ইত্যাদি ঝোলানো অবস্থায় থাকে।এটাতে কী পেরেক ব্যাবহার করা যাবে?এগুলার শরয়ী বিধান কী?অনেকে এটা বলেন যে যেখানে গাছের পাতা ছেড়াতে নিষেধাজ্ঞা আছে সেখানে কী গাছে পেরেক মারা যাবে?
নাজায়েজ এবং হারাম কি একই, নাকি পার্থক্য আছে, থাকলে কি?