আসসালামু আলাইকুম হুজুর। একজন ওয়াসওয়াসা রোগীর প্রশ্ন। দয়া করে সামাধান দিবেন আর পরামর্শ দিবেন তার কি করা উচিত।
১। মেয়েটা একদিন বলতে যায় তার স্বামী যদি এই কাজ করে তাহলে সে তা**** (অর্থাত মেয়েটা নিজেকে বলেছে) এই কথাটা সে মনে মনে ভেবেছে।
১ম ঘটনা ঃ কিছুক্ষণ পর সে সন্দেহে পরে সে কথাটা মুখে বলে ফেলেছিল কিনা। তাই সে বলে দেখতে যায় এইভাবে বলেছিল কিনা,,,এজন্য সে মুখে শুধু বলে """তার স্বামী যদি এই কাজ করে ,,,, এইটুকু বলে সে আর কিছু বলে না।
২য় ঘটনা ঃএর কিছুক্ষণ পর সে মনে মনে বলে তার স্বামী যদি এই কাজ করে,,,এইটুকু বলে সে মুখে বলে ফেলে তাহলে সে তা***
২ টি ঘটনার মাঝে কয়েক মিনিট সময় সে হয়তো চুপ ছিল। বা মহিলার মনে ছিল না ১ম ঘটনার সময় সে মুখে ওই কথাটা বলেছে।
এখন সে ১ম ঘটনায় যে মুখে বলেছিল তার স্বামী যদি এই কজ করে,,আবার ২য় বার বলার সময় বললো তাহলে সে তা***,,, এখন এই ২ টা কথা কি একসাথে হয়ে যাবে?? মহিলা তো ১ম ঘটনার কথার সাথে ২য় বারের কথাটা বলতে চায়নি।
২৷ কোন মেয়ে যদি মুখে বলে যে,''' নিজের উপর ***** নেওয়ার মত কিছু বলিনি""" এইটুকু বললে কি তার নিজের দিকে নসিবত করে বলার ফলে তা*** পতিত হয়ে যায়??
৩। হুজুর, মহিলা মনে মনে বলেছে নিজের উপর ***** নেওয়ার কথা বলিনি,,, এইটা বলার পর সে সন্দেহে পরে যায় সে মুখে বলে ফেলেছিল কিনা। ঠিক ওই সময় সে ফিস্ফিস করে কিছু বলছিল। তার কানে শুধু ফিসফিস করার অল্প একটু শব্দ আসে,, কিন্তু স্পষ্ট কিছুই আসে না।
৪৷ যদি ওই মহিলা তা*** নেওয়ার মত কিছু বলেও ফেলত,,, আর তার কানে স্পষ্ট শব্দ না এসে শুধু এক্টু ফিসফিস করার শব্দ আসতো তাহলে কি তার তা*** হয়ে যায়??
৫. সে প্রচন্ড ওয়াসওয়াসার রোগী,,, কয়েক মিনিট আগের ঘটনা নিয়েও তার মনে সন্দেহ তৈরি হয়ে যায়। এক্ষেত্রে কোন বিষয়ে সন্দেহ আসলে সে কিভাবে মনকে শান্ত করবে??
৬। তার ওয়াসওয়াসা আসলে সে বেশিরভাগ সময়ঈ প্রবল ধারণা যেদিকে যায় সেটা ধরে নেয়। তাও তার মনে ভয় থেকে যায় প্রবল ধারণা যদি ভুল হয় সে যদি পাপী হয়ে যায়??
প্রবল ধারণা অনুযায়ী আমল করলে বা তার মনকে শান্তনা দিলে কি সে পাপী হবে যদি বাস্তবে সে প্রবল ধারণা ভুল হয়ে থাকে? আল্লাহ কি ক্ষমা করবেন?