বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হানাফি মাযহাব মতে স্পর্শ ও দৃষ্টিপাতের মাধ্যমে বেশ কিছু শর্ত পাওয়া গেলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হয়।
কোনো হানাফি মাযহাব অনুসারীর জন্য এই মাসয়ালার ক্ষেত্রে অন্য মাযহাবের মত অনুসরণ করা জায়েজ হবেনা।
এতে নফসের পূজা হবে।
সমস্ত মাসয়ালাতেই নিজ মাযহাব অনুযায়ী আমল করতে হবে।
অন্যথায় নফস ও খাহেশাতের পূজা হবে,যাহা হারাম।
আল্লাহ তায়ালা সুরা সোয়াদের ২৬ নং আয়াতে ইরশাদ করেনঃ
وَ لَا تَتَّبِعِ الۡهَوٰی فَیُضِلَّکَ عَنۡ سَبِیۡلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِیۡنَ یَضِلُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰهِ لَهُمۡ عَذَابٌ شَدِیۡدٌۢ بِمَا نَسُوۡا یَوۡمَ الۡحِسَابِ ﴿۲۶﴾
আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
আপনি হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত থাকবেন,তবে আপনার জন্য এমত মত অনুসরণ করার বৈধতা হানাফি মাযহাবে নেই।
(০২)
নির্দ্বিধায় হানাফি মাযহাবের মাসয়ালাটি মেনে নিন।
(০৩)
নির্দ্বিধায় হানাফি মাযহাবের মাসয়ালা মেনে নেয়ার পরামর্শ থাকবে।
(০৪)
আপনার সাথে বা আপনার পরিচিত কাহারো সাথে এমন কোনো বিষয় ঘটে থাকলে তখন মাসয়ালাটি আপনার জন্য তাকে জানানো জরুরি।
এতে না জানানো গুনাহ হবে।
নতুবা এমনিতেই কাউকে মাসয়ালাটি না জানালে আপনার গুনাহ হবেনা।
(০৫)
নির্দ্বিধায় হানাফি মাযহাবের মাসয়ালা মেনে নেয়ার পরামর্শ থাকবে।
ই'লাউস সুনান গ্রন্থ নিয়ে আপনি যে প্রশ্ন করেছেন,এটি করা যায়না।
কেননা এই গ্রন্থ অনেক পড়ের হলেও এই হাদীস গুলো তাবেয়ী তাবেয়ীনদের যুগেরই।
যাহা পূর্বের অনেক হাদীস গ্রন্থেই আছে।
বিষয়টি উক্ত কিতাবের হাশিয়াতে রয়েছে।
(০৬)
কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
(০৭)
এতে আপনি কাফের হবেননা।
(০৮)
মাসয়ালাটি মতবিরোধ পূর্ণ হওয়ায় এতে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।