আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায,আমার পরিবার প্র্যাক্টিসিং মুসলিম পরিবার নয়।আমার বি,এস,সি গ্র্যাজুয়েশন শেষ হয়েছে আল- হামদুলিল্লাহ।আমার বাবা ছোট বেলায় মারা গেছে।এরপর আমার মা অন্যত্র বিবাহ করেন।আমি ছোট বেলা থেকে দ্বীনি পরিবেশ পাই নি,পরিবার থেকে দ্বীন শেখার সৌভাগ্য ও আমার হয় নি।আমার মা আমাকে লেখাপড়া শিখিয়েছেন আমি চাকুরী করবো বলে,কিন্তু আমার পক্ষে চাকুরী করা কষ্টকর হয়ে পড়েছে কারণ আমার বাইরের জগতে যেতে আমার ভয় করে।বাইরের জগতে গেলে ফেতনার পড়তে পারি,পর্দার খেলাপ হতে পারে।যখন আমার মাকে বললাম যে চাকুরী করা আমার পক্ষে সম্ভব নয় কারণ পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।এটা আমি সরাসরি বলছি আমার মাকে,আমার মা বলে আমি ভার্সিটিতে পড়ে আসলাম এখন এসব ঢং করছি,এখন হাজি হয়ে গেছি আরো অনেক কথা বলেন।আমি চাকুরী করবো না বলেছি বলে আমাকে অভিশাপ দেয় যে আমার কখনো ভালো হবে না,আমি আমার স্বামী কখনো সুখী হবো না।আমি আমার মাকে ঠকায়ছি কারণ আমি আগে চাকুরী করবো বলে পড়াশোনা করেছি এখন বলছি চাকুরী করবো না।আমার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র এনে দেয় না,এমনকি কোনো ঔষধ লাগলে ও এনে দেয় না,বলে লেখাপড়া শিখিয়েছি এখন ইনকাম করে এসব কিনো,ইনকাম করে চলো।আমার খরচ চালানোর মতো কেউ নাই।বড় ভাই আছেন সে আমার খরচ চালাতে অপারগ।বাবা নেই বিয়ের প্রস্তাব ও আসে না আমার।আমি পরিবারে বলেছি যে আমি দ্বীনদার ছেলেকে বিয়ে করতে চাই, হালাল ইনকাম উপার্জনকারী,সুন্নাহ মোতাবেক দাঁড়ি কিন্তু আমার মা এসব চায় না,পছন্দ করেন না।আমার মা সব সময় দুনিয়াকেন্দ্রিক চিন্তা ভাবনা করেন।বেশি টাকা বেতন,দ্বীনের বুঝ নেই এমন ছেলে নিয়ে আসে।কারণ মায়ের চিন্তা সব সময় আশেপাশের মানুষ কি বলবে?কম ইনকাম করলে সমাজের মানুষকে কি বলবে?একটা দ্বীনদার পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছে।ছেলের পরিবার কিছুই চায় না শুধু আমাকে তাঁদের ঘরের বউ করে নিতে চায়।কিন্তু আমার মায়ের এখানে আপত্তি বলে আমার বয়সে বড় তারাই এখনো বিয়ে করে নি,আমি কেন বিয়ে করতে চাই?আরো অনেক আজেবাজে কথা বলে আমার মা এবং আমার ২য় বাবা,আমার নামে মিথ্যা আপবাদ দেয় বলে ভার্সিটি পড়া মেয়ে আমি আরো কত কথা বলে উস্তায আমি মুখে আনতে পারছি না কিন্তু উস্তায আল্লাহ সাক্ষী আমি এই ছেলেকে এখন পর্যন্ত দেখি নি,চিনিও না।আমাকে টাকা ইনকাম করতে হবে এবং মাকে দিতে হবে কারণ মা তাঁর টাকা পয়সা খরচ করে আমাকে পড়াশোনা করিয়েছেন।কিছুদিন পর ছেলে এবং ছেলের পরিবার আমাকে দেখতে আসবে।আল্লাহ চাইলে প্রস্তাব টা আগাবে।আমার মা বলছেন ছেলেকে পছন্দ হইলে আমি যেন একা বিয়ে করি আমার ভাইকে নিয়ে,মা আমার বিয়েতে আসবে না।আমি বড় দিশেহারা হয়ে গেছি উস্তায।আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নেই।আমি কি ছেলের পরিবারের কাছে সব খুলে বলবো?আমি কীভাবে কি করবো উস্তায?আমাকে একটু পরামর্শ দিন উস্তায।