একজন অবিবাহিতা তরুণী মেয়ে-যে কিনা প্রচন্ড শুচিবায়ুতে আক্রান্ত। মেয়েটার হঠাৎ ২০১৪সালের শেষের দিকে কানের শ্রবনশক্তি নষ্ট হয়ে যায় ,বর্তমানে সে হেয়ারিং এইড ব্যবহার করে কানে। মেয়েটি কাপড়ের নাপাকি নিয়ে ভয়ে থাকে।সে মাঝেমধ্যেই ভীতিকরদুঃস্বপ্ন দেখে।
সে প্রায় দুই বছর আগে অর্থাৎ ২০২০ সালের রমজানে একটা #স্বপ্ন দেখে ।স্বপ্নটা এমন যে "সে কয়েকটি সুশ্রি বাচ্চাকে পরিস্কার করানোর জন্য বাথরুমে নিয়ে গেছে (সম্ভবত বাচ্চাগুলো টয়লেট করেছিলো তাই পরিস্কার করতে নিয়ে গেছে)। কিন্তু সেখানে পর্যাপ্ত পানি না থাকায় অন্য বাথরুমে নিয়ে যাবে বলছে বা ভাবছে। এখন যে বাথরুমে নিয়ে যাবে ভাবছে সেটা ঐ মেয়েটা ছোটবেলায় থাকতো সেই বাসার বাথরুম এবং ঐ বাথরুম মেয়েটার চাচীদের ছিলো। যাইহোক,স্বপ্নে আরেকজনক মহিলার সাথেও কথা বলছিলো মেয়েটি।"
মেয়েটা এই স্বপ্নের কথা তার বাবাকে বলে । উল্লেখ্য ,তার বাবা তার শুচিবায়ু নিয়ে খুব রাগান্বিত এবং বিরক্ত ।তো মেয়েটা স্বপ্নের কথা বলার পর তার বাবা বলেন " তোর ঈমান তো বেশী দিন থাকবো না।ঐ যে এক লোকের কথা শুনছিস না সারাজীবন ঈমানদার ছিলো মৃত্যুর সময় গিয়ে কোরআন অস্বীকার করছিলো।"
মেয়েটি বললো "কেন আমি কি করছি?"
বাবা বললেন "কারণ তোর শুচিবায়ু।তোর এই শুচিবায়ু ছেড়ে দে।কোন কিছু নিয়ে সন্দেহ করলে ঈমান থাকেনা।"/মেয়েটা ভয় পায় এবং ২/১দিনের মধ্যেই তার বড় ভাই যিনি একজন আলেম তাকে স্বপ্ন এবং বাবা যা বলছে সব বলে ।
ভাই তখন বলে "যেহেতু আব্বা বলে ফেলছে তখন আমার ব্যাখ্যা বাস্তবায়ন হবেনা। কিন্তু আব্বা ভুল ব্যাখ্যা বলছে তাই আব্বার ব্যাখ্যাও বাস্তবায়ন হবেনা।
তারপর বড়ভাই বলে "এটার ব্যাখ্যা হলো তোর
এক জায়গায় বিয়ে হবে যেখানে সেখানে তোর স্বামীর আগের পক্ষের দুইটা/ কয়েকটি সুন্দর বাচ্চা থাকবে।তোর নিজের‌ও সন্তান হবে।তুই সবাইকে সমান চোখে দেখবি ,আদর যত্ন করবি কিন্তু বাচ্চাদের চাচী কিসিমের কেউ থাকবে যে কিনা সন্দেহ করবে তুই আগের পক্ষের বাচ্চাদের ঠিকমতো যত্ন করতেছিস কিনা।"
মেয়েটা তখন বলে "স্বপ্নের প্রথম ব্যাখ্যা নাকি কার্যকর হয়ে যায়।"/ভাই বলে "যেহেতু স্বপ্নের সাথে ব্যাখ্যার মিল নাই তাই কিছু হবেনা ।"
মেয়েটা অতঃপর শান্ত হয়-কিন্তু দুই বছর পর মেয়েটির এই রমজানে ওয়াশরুমে হঠাৎ ঐ ঘটনা আবার মনে পড়ে। এরপর আবার সে হাদীস , বিভিন্ন ঘটনা পড়ে এবং জানতে পারে #স্বপ্নের_ব্যাখ্যা‌ প্রথমটাই বাস্তবায়ন হয়ে যায় সবসময়।স্বপ্ন একটি ঝুলন্ত পা বা উড়ন্ত পাখি ।যা প্রথমে বলা হয় তাই হয়।তারপর থেকে মেয়েটা মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পরছে।
সে শুধু ভাবে "বাবা এটা কি বললো ,আমি কি ঈমানের সাথে মরতে পারবোনা?ঐ কোরআন অস্বীকারকারীর মতো হবে?"এমতাবস্থায় কি করা উচিত মেয়েটির?