বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আমীন ইয়া রাব্বাল আলামীন, আমীন ইয়া রব, আমীন ছুম্মা আমীন, প্রভৃতি বলা যাবে।নিষেধ হওয়ার কোনো বিষয় আমরা দেখছি না।
(২)
ঈদের অর্থ হচ্ছে, নেক আ'মল কবুল হওয়ার আশায় বা আখাঙকায় নিজেকে খুশী রাখা,এবং অন্যকে নেক আ'মল কবুল হওয়ার জন্য দু'আ দেয়া।কেক কাটা বা ঈদ উপলক্ষে বিশেষ কোনো অনুষ্টানের আয়োজন করা কখনো জায়েয হবে না। কেকের গায়ে ঈদ মোবারক লেখা অমুসলিমদের সংস্কৃতিকে ইসলাম ধর্মে স্থানান্তরিত করার নামান্তর। সুতরাং এটা জায়েয হবে না।
(৩)
যেহেতু সাহাবাগণ একে অপরকে এই বলে দু'আ দিতেন,
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল।
(আল্লাহ আমাকের নেক কাজকে কবুল করুক)
এই দু'আর সংক্ষেপণ হিসেবে ঈদ মোবারক বলা যেতে পারে।
তবে ঈদ মোবারকের চেয়ে উপরোক্ত দু'আ বলাই সুন্নাহের অন্তর্ভুক্ত। হ্যা, ঈদ মোবারক ও বলা যেতে পারে।
(৪)
কেউ 'ইদ মুবারক বললে তাকে উত্তরে খাইর মুবারক বলা সুন্নাহ নয়।হ্যা দু'আ পরিবর্তে দু'আ দেওয়া সুন্নাহ, সেটা যেকোনো শব্দ দ্বারাই হতে পারে।