আসসালামু আলাইকুম,
‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ প্রতিপাদ্যে ঋণ কর্মসূচি চালু করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা বিশ্ববিদ্যালয় শাখা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাসহায়ক প্রযুক্তিগত সুবিধা দিতে ঋণ কর্মসূচি চালু করেছে অগ্রণী ব্যাংক। শিক্ষার্থীরা অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখা হতে এ ঋণের আওতায় সর্বোচ্চ ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করতে পারবে। আবেদনকারী জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি (২কপি), আবেদনকারীর ও জামিনদাতার নাগরিক সনদপত্র (স্থায়ী ঠিকানাযুক্ত), শিক্ষার্থী পরিচয় পত্র, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানের প্রত্যয়নপত্র, জামিনদাতা মা বাবা অথবা নিকট আত্মীয় হতে পারবে। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবির (২ কপি)মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই কর্মসূচীর উদ্দেশ্য শিক্ষার্থীদের ল্যাপটপ, ডেস্কটপ ক্রয়ে আর্থিক সুবিধা প্রদান করা। ৭% হারে সরল সুদে শিক্ষার্থীরা এই ঋণ পরিশোধে করতে পারবেন। এ জন্য সময় পাবেন সর্বোচ্চ চার বছর। ঋণ গ্রহীতাকে ন্যূনতম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হতে হবে। শাখায় পরিচালিত সঞ্চয়ী হিসাবে মঞ্জুরীকৃত ঋণের অর্থ এককালীন বিতরণ করা হবে। মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে, তবে মেয়াদকাল বা তার পূর্বে ঋণ সমন্বয় করা যাবে।
ল্যাপটপ কেনার জন্য শিক্ষার্থীদের এই ঋণ নেওয়া যাবে?