আসসালামু আলাইকুম শায়েখ, প্রথমেই আপনারা দ্বীনের যে খেদমত করেন তার জন্য কৃতজ্ঞতা জানাই।আল্লাহ আপনাদের ভালো করুক।
আমি হোস্টেলে থাকি, সেখানে টিউশনি করিয়ে চলি, বর্তমানে আমার কাছে নগদ অর্থ আছে ১৫ হাজার এর মতো। নিজের খরচ নিজেই চালাই। টাকা ছাড়া বই, কপড় চোপড়, মোবাইল,আর প্রয়োজনের তাগীদে কেনা একটা ল্যাপটপ আছে (বর্তমান মুল্যে খুবই বেশি হলে ১০০০০ হবে হয়তো)। আমি বাবার থেকে খুব একটা প্রয়োজন ছাড়া টাকা নেই না। বাবার নেসাব পরিমান সম্পদ আছে,আলহামদুলিল্লাহ। বয়স ২৩+
১. এখন আমি জানতে চাই, শরিয়ত এর দৃষ্টি তে আমি কি গরীব? আমি কি যাকাত/ সাদকা/হারাম অর্থ থেকে করা হাদিয়া খাওয়ার উপযুক্ত?
২. বাবার সম্পত্তি বা পরিবারের ব্যাকগ্রাউন্ড কি পরিবারের সন্তানকে এসব দান গ্রহনে বাধা দেয়?না কি ছেলের সম্পত্তিই মুখ্য।
৩. আরেকটা সম্পূরক বিষয়, বাবার সাথে বসবাসরত, এমন বালেগ ছেলে কি নিজের সম্পত্তি বিবেচনা যাকাত বা সাদকার অর্থ গ্রহনের এখতিয়ার রাখে।
বিষয়টা একটু বুঝালে উপকৃত হবো।