আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
273 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (91 points)
edited by
আসসালামু আলাইকুম শায়েখ, প্রথমেই আপনারা দ্বীনের যে খেদমত করেন তার জন্য কৃতজ্ঞতা জানাই।আল্লাহ আপনাদের ভালো করুক।

আমি হোস্টেলে থাকি, সেখানে টিউশনি করিয়ে চলি, বর্তমানে আমার কাছে নগদ অর্থ আছে ১৫ হাজার এর মতো। নিজের খরচ নিজেই চালাই। টাকা ছাড়া বই, কপড় চোপড়, মোবাইল,আর প্রয়োজনের তাগীদে কেনা একটা ল্যাপটপ আছে (বর্তমান মুল্যে খুবই বেশি হলে ১০০০০ হবে হয়তো)। আমি বাবার থেকে খুব একটা প্রয়োজন ছাড়া টাকা নেই না। বাবার নেসাব পরিমান সম্পদ আছে,আলহামদুলিল্লাহ। বয়স ২৩+

 ১. এখন আমি জানতে চাই, শরিয়ত এর দৃষ্টি তে আমি কি গরীব? আমি কি যাকাত/ সাদকা/হারাম অর্থ থেকে করা হাদিয়া খাওয়ার উপযুক্ত?
২. বাবার সম্পত্তি বা পরিবারের ব্যাকগ্রাউন্ড কি পরিবারের সন্তানকে এসব দান গ্রহনে বাধা দেয়?না কি ছেলের সম্পত্তিই মুখ্য।
৩. আরেকটা সম্পূরক বিষয়, বাবার সাথে বসবাসরত,  এমন বালেগ ছেলে কি নিজের সম্পত্তি বিবেচনা যাকাত বা সাদকার অর্থ গ্রহনের এখতিয়ার রাখে।

বিষয়টা একটু বুঝালে উপকৃত হবো।
by (597,330 points)
আপনার প্রশ্নের জবাব তৈরী করতে আমরা হটকারিতায় ভুগছি।
তাই আপনাকে বলবো, আপনি আমাদের জন্য দু'আ করুন,যাতে রেফারেন্স পেয়ে যাই

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ধনী ব্যক্তির সাবালক সন্তানকে যাকাত দেয়া যাবে যদি ঐ সন্তানের প্রয়োজন থাকে। ধনী ব্যক্তির সাবালক সন্তান তার পিতার ধন ধৌলতের দ্বারা ধনী সাব্যস্ত হবে না।
وَلَا يَجُوزُ دَفْعُهَا إلَى وَلَدِ الْغَنِيِّ الصَّغِيرِ كَذَا فِي التَّبْيِينِ. وَلَوْ كَانَ كَبِيرًا فَقِيرًا جَازَ، وَيَدْفَعُ إلَى امْرَأَةِ غَنِيٍّ إذَا كَانَتْ فَقِيرَةً، وَكَذَا إلَى الْبِنْتِ الْكَبِيرَةِ إذَا كَانَ أَبُوهَا غَنِيًّا؛ لِأَنَّ قَدْرَ النَّفَقَةِ لَا يُغْنِيهَا وَبِغِنَى الْأَبِ وَالزَّوْجِ لَا تُعَدُّ غَنِيَّةً كَذَا فِي الْكَافِي. 

وَيَجُوزُ صَرْفُهَا إلَى الْأَبِ الْمُعْسِرِ، وَإِنْ كَانَ ابْنُهُ مُوسِرًا كَذَا فِي شَرْحِ الطَّحَاوِيِّ. 
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৮৯)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 144 views
...