আসসালামু আলাইকুম হুজুর,
প্রায় প্রতিটা মসজিদেই একটা দেয়াল বা কাচের দেয়াল দিয়ে পার্টিশন করে দেওয়া হয়, মসজিদে প্রবেশের দিক গুলোতে!
এটা কি মসজিদের বারান্দা?
এবং এটা মসজিদের হুকুমে পড়বে?
ইতিকাফ-রত অবস্থায় যদি মসজিদের বারান্দায় এসে নামাজ পড়ে, বসে থাকে তাহলে ইতিকাফ ভেঙে যাবে?
আর মসজিদে প্রবেশের দুআ কি বারান্দায় প্রবেশের সময় পড়বে নাকি মেইন মসজিদে প্রবেশের সময় পড়বে?