আমার কাছে একজন একটি মোবাইল বন্দক রেখে 5000 টাকা দিয়ে নিয়ে গেল এবং বলে গেল যখন মোবাইল নিয়ে যাবে তখন আমাকে 6000 টাকা দিয়ে যাবে।
১. এখানে মাঝেমধ্যে এমনও বলা থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখ টাকা দিয়ে মোবাইল না নিয়ে গেলে, তার মোবাইল টি আমার হয়ে যাবে।
২. কত টাকা বেশি দিতে হবে তার পরিমান মাঝেমধ্যে উল্লেখ থাকে আবার মাঝেমধ্যে উল্লেখ্য থাকেনা কিন্তু টাকা যে বেশি দিতেই হবে তা সর্বদায় বলা থাকে।
আমার এই সম্পূর্ণ কার্যক্রম টি কি হালাল নাকি হারাম। এবং এখনে এই 1000 টাকা যে আমার আয় হলো সেটা কি হালাল হবে। নাকি আমার এই আয় সুদ এর অন্তর্ভুক্ত হবে।