ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছেঃ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
وأما شرائط الصحة فمنہا رضا المتعاقدین......ومنہا أن تکون الأجرة معلومة.(الفتاوی الہندیة 4/ 411، الباب الأول فی تفسیر الإجارة ورکنہا وألفاظہا وشرائطہا إلخ ،ط: مکتبة زکریا دیوبند)
সারমর্মঃ
চুক্তি সম্পন্ন কারী উভয়ের সন্তুষ্টি শর্ত।
বেতন নির্দিষ্ট হওয়াও জরুরি।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত চুক্তিতে যেহেতু ফি নির্দিষ্ট নেই,তাই এটি শরীয়তে বাতিল বলে গন্য হবে।
এটি ঝগড়াঝাটির দিকে নিয়ে যেতে পারে।
,
তবে প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি উভয় পক্ষ সকলেই সন্তুষ্টি চিত্তে এটি মেনে নেয়,আর পরবর্তীতে তারা যাহা খুশি দিলো,বা না দিলো,তাহলে সেটি গ্রহন আপনার জন্য নাজায়েজ হবেনা।
হারাম হবেনা।