আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
শায়েখ আমি একজন মহিলা।বয়স ২২ বছর।আমার বিয়ে হয়েছে মাত্র ১ বছর ২ মাস।। এর আগে প্রায় ৬-৭ বছর আগে থেকে আমার আর আমার স্বামীর পরিচয়।আমরা একই স্কুলে এবং একই ক্লাসে পড়তাম।আমরা চুরি করে কাজি অফিসে গিয়ে বিয়ে করি।আমি এখনো আমার বাবার বাসায় থাকি।স্বামী ওর বাসায়,ওনি ব্যাবসা করে পাশাপাশি পড়াশুনাও ।আমি ইসলাম সম্পর্কে এবং প্রেম,বিয়ে,তালাক সম্পর্কে ভালভাবে কিছুই জানতাম না।আমার বিয়ের ব্যপারে আমার বাসায় আমি বলেছি ২ মাস আগে।ওনারা হ্যা বা না কিছুই বলে নি।আমার বাবা বলে পড়ালেখা শেষ হলে তুমি যেটা ভাল বুঝ করিও। আর বলেছে তার মানে এটা নয় যে আমি এখন মেনে নিয়েছি ৪ বছর পর তুমি যেটা ভাল বুঝ।আমি পুরো মানসিক ভাবে ভেন্গে পড়ি যখন শুনি কেনায়া তালাক নামেও একটা তালাক আছে।আমি কোনদিন শুনি নি এই তালাকের ব্যপারে। আমার আশেপাশে যখন দেখেছি ঝগড়া হলেও এসব কেনায়া বাক্য বললেও কিছু হয় না ওরা একিসাথে সংংসার করে। আমি জানতাম স্পষ্টভাবে তালাকের কথা।স্বামীও জানত না।আমার স্বামি খুবই ভাল মানুষ।আমাদের মেসেজে কথা হয়।কলে খুব কমই হয়।শুনেছি কেনায়া বাক্য বললে সেটা যদি তালাকের নিয়তে বলে তাহলে তালাক হয়,আবার শুনেছি তালাকের মজলিসে বা স্ত্রী তালাক চাওয়ার পর বললে নিয়ত জিগ্যেস করে না বরং তালাক হয়ে যায়। এসব কথা শুনার পর থেকে আমি মানসিক ভাবে ভেন্গে পড়েছি।কারন আমার স্বামি মাঝে মাঝে মমনমালিন্য হলে কেনায়া শব্দ বলত কিন্তুু ওনি শপথ করে বলেছে ওনি তালাকের নিয়তে বলে নি।আসলে আমরা কেউ জানতাম ও না কেনায়া তালাক কি বা কি কি বললে কেনায়া তালাক হয়।আবার মাঝে মাঝে আমি তালাক চাইলে ওনি দিত না।কিন্তুু এরপর কেনায়া শব্দ বলত কিনাও আমার মনে নেই।আসলে আমি এই তালাকের ব্যপারে কিছুদিন আগে মানে ৩ মাস মত আগে জেনেছি।আর যখন স্বামি কেনায়া শব্দ বলত এর আগে আমি তালাক চেয়েছি কিনাও মনে নেই।স্বামীর ও মনে থাকে না কোন কথা।আমি ৩ মাস যাবত পাগলের মত হয়ে গেছি।ঘুমাতে পারি না, চমকে চমকে উঠে যায়।আমার পরীক্ষা কিন্তুু আমি পড়তেও পারতেছি না।সারাক্ষণ আল্লাহর কাছে কেঁদে কেঁদে থাকি।কি করব আমি বুঝতেছি না।কাউকে বুঝাতে পারি না।স্বামীও আর এসব কথা না বলতে বলেছে।আমার মনে নানা ধরনের চিন্তা আসে কোন যেনা হচ্ছে কিনা বা সারাজীবন যেনা হবে কিনা।কোন কথা লুকাচ্ছি কিনা।আমার স্পষ্ট মনে নেই শায়েখ কিছু।আমি কি করব? আমি চাই স্বামীর সাথে ভালভাবে থাকতে।কিন্তুু আমি জানি না কি করব।আমি আল্লাহর কাছে শুধু মাফ চাই যেন যেনার শাস্তি না দেই আমাদের।জানি না কোন কেনায়া তালাক হয়েছে কিনাও।আমি পুরো ভেন্গে পড়েছি।আমি কয়েকবার ইস্তেখারাও করেছি ভয়ে।আমি চাই পরিপূর্ণ ইসলাম মানতে।স্বামীর সাথে ভালভাবে থাকতে।জানি না শায়েখ আমার মনে খুব ভয় ঢুকে গেছে।মনে হয় মরলে মাত্র আমার জন্য শুধু জাহান্নাম ছাড়া কিছু নেই।আমি চারপাশের মানুষের দিকে তাকিয়ে হলেও মনকে বুঝাতে চায়।আমি আল্লাহর কাছে সবসময় নিজের মনের কথা বলি।একমাত্র আল্লাহ জানে কতটা কস্ট আমি পাচ্ছি। সবসময় ওয়াজে শুনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে মাফ করে দেয়।কিন্তুু আমার সমস্যা টা এমন আমি কি করব?আমার মনে হয় সারাজীবন এই যন্ত্রনা যাবে না।আমি আল্লাহর কাছে সবসময় চায় জেনার মত কঠিন শাস্তি যেন না দেয়।সহ্য করতে পারব না।আমি পুরো পাগলের মত হয়ে গেছি।স্বামীকেও এই ব্যপারে কিছু বলতে পারব না।মা বাবাকে বললে ওরা বলবে চলে আয় কারন মা বাবা চায় না ওকে জামাই হিসেবে।কিন্তুু আমি চায় আল্লাহর সন্তুষ্টি। যদি আমাদের সম্পর্ক হালাল হয় বা থাকে আমি চায় ওর সাথে সারাজীবন সংসার করতে।এমনকি ওর যদি খাওয়ার মত চাল ও না থাকে তবু আমি চায় ওর সাথে সারাজীবন স্ত্রী হিসেবে পাশে থাকতে।কিন্তুু শায়েখ কেনায়া তালাকের কথা শুনার পর থেকে আমি ভয়ে পাগল প্রায়।যখন কোন মৌলবী আর তাদের বউদের দেখি কত সুন্দর পর্দা করে আর কত ভালবাসা ওদের মধ্যে।আমার কান্না চলে আসে এসব দেখলে বা কোথাও পড়লে।আমিও চায় আমার স্বামীর সাথে এইভাবে থাকতে।কিন্তুু আমার মনে ভয় চলে আসে।আগে এসব কিছু আসত না মনে।এখন আসে।