আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায,
(১) আমার আম্মুর কাছে গচ্ছিত গহনাগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। আর আম্মুর ঋণ আছে প্রায় ১০ লক্ষ টাকা। ঋণের পরিমাণ বাদ দিলে আর নেসাব পরিমাণ স্বর্ণ থাকে না, তাহলে কি ওই স্বর্ণের যাকাত দিতে হবে?
(২) যদি ঋণের অংশ বাদ দেওয়ার পরেও নেসাব পরিমাণ স্বর্ণ বা টাকা থাকতো, তবে কি পুরো সম্পদেরই যাকাত দিতে হতো? নাকি ঋণের অংশ বাদ দিয়ে যতটুকু থাকে, তার উপর?