আসসালামু আলাইকুম,
স্ত্রী যদি বলে, "তুমি এখনই এই কাজ না করলে আমি তোমার সাথে নাই" কিংবা "এই কাজ করলে তোমাকে তালাক দিব" আর উত্তরে স্বামী যদি বলে "এরপর আর কিছু বলো না। তুমি কি জানো এভাবে বললে হয়ে যায়"? অথবা "কোন শব্দ উচ্চারণ করো না এরপর"।
এখানে হয়ে যায় বলতে শর্তযুক্ত তালাকের কথা বুঝানো হয়েছে এবং "কোন শব্দ" বলতেও স্ত্রীকে তালাকের শব্দ উচ্চারন করতে মানা করা হয়েছে বুঝানো হয়েছে কিন্তু স্বামী মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করেনি। এভাবে বলায় কি স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে দেওয়া হয়েছে বলে বুঝা যাবে? স্বামীর এই অধিকার প্রদানের কোন নিয়ত নেই।
সম্পূরক প্রশ্ন: তালাকের অধিকার দেওয়া হয়ে থাকলে স্ত্রী কি শর্তযুক্ত তালাক প্রদান করতে পারে?