আসসালামু আলাইকুম হুজুর,
যার উপর ফিতরা ওয়াজিব নয়, সেও কি ফিতরা আদায় করতে পারবে? এবং সমপরিমাণ ফযীলত পাবে?
[বিঃদ্রঃ আমি একজন বালেগ পুরুষ, বাপের সংসারে থাকি, তাদের আয় দিয়েই চলি।
একটা টিউশনি করাই মাসে ১০০০ টাকা ইনকাম হয়, আলহামদুলিল্লাহ]
প্রাসঙ্গিক একটা প্রশ্ন:
ফিকহি ক্ষেত্রে কি আমিও যাকাত/ফিতরা পাওয়ার উপযুক্ত?
কেউ যদি আমাকে ফিতরা/ যাকাতের টাকা দেয়, তাহলে কি তা আদায় হবে?
(এই প্রশ্নটা করলাম, মাসআলা সম্পকে কনফিউশন ক্লিয়ার করার জন্য)