১.আমি রমাদ্বানের শেষ ৫ দিনের নফল ইতিকাফের নিয়তে ইতিকাফে বসি ,একদিন ইতিকাফ শেষ হলে ইফতারের পর ইতিকাফ ভেংগে ফেলি এখন কি আমাকে ইতিকাফের কাযা আদায় করতে হবে ?আর নফল ইতিকাফ অবস্থায় ওযু করতে গিয়ে শরীরে পানি ঢাললে কি ইতিকাফ ভাংগবে?
২.একজন মেয়ে পিরিয়ড অবস্থায় পরের দিন সুস্থ হবে কিনা কনফউসড ছিল এমন অবস্থায় সুন্নাহ রোযা রাখতে গিয়ে নিয়ত এভাবে করেছিল যে যদি কাল পিরিয়ডের সুস্থতার লক্ষন দেখি তাহলে রোযা পূর্ন করব না হয় রোযা রাখব না, রোযার নিয়তে সাহরী ও করে পরদিন সে দেখতে পায় পিরিয়ডের লক্ষন অবশিষ্ট আছে, এখন সেই রোযা কি কাযা করতে হবে?