শায়খ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।
ঘরে অলস বসে থাকতে থাকতে ও অনলাইনে কিছু কিতাবী দ্বীনি পড়াশুনা করতে করতে পাশাপাশি বিরক্তির সাথে জেনারেলের পড়া কন্টিনিউ করতে করতে অন্তরটা পাথরের মত শক্ত হয়ে গেছে।
ইলম অর্জন করছি, কিন্তু আল্লাহর সাথে কোন সুন্দর সম্পর্কই নেই যেন ভিতরে ভিতরে। দুনিয়ার আরাম আয়েশে অন্তর কঠিন থেকে কঠিন হয়ে গেছে। এখন নিজের ইসলাহ কিভাবে করব?
মাস্তুরাতের সাপ্তাহিক তালিমে যাচ্ছি, মাঝেমাঝে সালাফদের কিতাব পড়লে একটু অন্তরে নূর অনুভব করছি। কিন্তু ইসলাহর জন্য একটা বড় ডোজ প্রয়োজনবোধ করছি। তার উপায় জানতে চাচ্ছি ...!!
উল্লেখ্য, ব্যক্তিগতভাবে খুব অলস ব্যক্তি আমি। একটা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছি আমি। এটা থেকে কিছুটা সুস্থ থাকার জন্য খুব লম্বা সময় ঘুমাই, আর অনেক খাওয়া দাওয়াও করি, ওষুধের ডোজেই বেশি খিদে লাগে। চাইলেও অলসতা কাটিয়ে ঘুুুুমের ওষুধ এর সাথে টেক্কা দিয়ে কম ঘুমাতে পারিনা, কম খেতেও পারিনা!
হয়ত এগুলোই আমার অন্তরের কাঠিন্যের কারণ। এখন কি করতে পারি আমি শায়খ! একটু পরামর্শ দিতেন যদি!