১। বাবা/স্বামী ব্যবসায়ী, ব্যবসা থেকে উপার্জিত টাকা হালাল, কিন্ত এর পাশাপাশি ব্যাংকে টাকা রেখে মুনাফা নেয় প্রতি মাসে,, ব্যাংকের সুদ এবং ব্যবসা থেকে উপার্জিত হালাল টাকা- এই মিশ্র ইনকাম দিয়ে সংসারের ভরণপোষণ এবং ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালানো হয়,, এক্ষেত্রে এটা গ্রহন কি স্ত্রী ও মেয়ের জন্য হালাল হবে?
২। এক্ষেত্রে শুধু স্বামী/বাবার গুনাহ হবে? নাকি স্ত্রী/মেয়ের ও গুনাহ হবে? মেয়ে যদি বালেগ ও অবিবাহিত হয় তবে ইনকাম সোর্স নেই