ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
গুনাহে জারিয়া বলতে ঐ গোনাহ, যে গোনাহের কুফল তথা আজাব ঐ ব্যক্তির রুহের উপর সর্বদা আসতেই থাকবে। যেমন, কেউ কোনো সিনমা হল, খুলে গেল,যতদিন ঐ হলে ছবি চলবে, ততদিন গোনাহ হতে থাকবে।
কেউ এমন কোনো গোনাহের কাজ শুরু করে গেলে, যা স্থায়ীভাবে চলবে, সেই গোনাহের একাংশ উক্ত প্রতিষ্টাকারীর একাউন্টে আসবে।
হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا ، وَلَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ . وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا ، وَلَا يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ )
যে ব্যক্তি ইসলামে কোনো নেক কাজ শুরু করবে, অতপর পরবর্তীতে যে বা যারা ঐ নেক কাজ করবে, তাদের সমপরিমাণ সওয়াব ঐ ব্যক্তিরও হবে।
যে ব্যক্তি কোনো পাপ কাজ শুরু করবে, অতপর পরবর্তীতে যে বা যারা ঐ নেক কাজ করবে, তাদের সমপরিমাণ গোনাহ ঐ ব্যক্তিরও হবে।(সহীহ মুসলিম-১০১৭)