আসসালামু আলাইকুম। আমার বয়স ৩৩+, আমার একটা ছোট বাচ্চা আছে ৩ বছরের৷ আমার আল্লাহর রহমতে এখন বড় কোন অসুখ নাই। আগে ছিল, সেগুলো সেরে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি খাওয়াদাওয়াও ঠিকমতো করি আলহামদুলিল্লাহ। আমার সমস্যা হল আমি চাই অনেক ইবাদাত করতে কিন্তু শারিরীক ক্লান্তি আর ঘুম আমাকে এতটাই গ্রাস করে ফেলে যে আমি ঠিকমতো ইবাদাত করতে পারিনি এমনকি এই রমাযানেও। আমি শরীরের দুর্বলতা কাটাতে ওষুধও খাচ্ছি, তাও এনার্জি পাচ্ছিনা। কুরান তিলাওয়াত করতে গেলে ঘুম আসে, তাহাজ্জুদে উঠতে পারিনা, উঠলেও দেখাযায় ঘুমের কারনে ফজর পড়তে পারিনা ঠিকমত। সকালের আমল করতে গেলে ঘুমিয়ে পড়ি৷
এমন কেন হচ্ছে আমি জানিনা। আমার এত ক্লান্ত আর দুর্বল, lethargic লাগে সবসময়।
ইসলামী শরীয়তের আলোকে এর কোন সমাধান আছে? কি করলে আমি ক্লান্তি, দুর্বলতা, অতিরিক্ত ঘুম হতে পরিত্রান পেতে পারি?