একটা অল্পবয়সী বিবাহিত মেয়ে যার ডিভোর্স হয়ে গেছে।তার কোন কর্মসংস্থান ও নেই,যেহেতু পড়ালেখা করেনি।তার বাবা সম্পূর্ণ সুদি কারবারে জড়িত,তাই তাদের সব টাকাই হারাম বলতে গেলে।এই মেয়েটা এখন দ্বিতীয় বিয়ের আগ পর্যন্ত বাবার বাড়িতেই থাকতে হবে।এক্ষেত্রে তার কি গুনাহ হবে যেহেতু তার বাবার আয় হারাম উৎস থেকে আসে।বাবাকে বুঝিয়েও কোন কাজ হয়না।
২.স্বামী যদি তাদের যৌথ ফ্যামিলিতে তার ভাইদের সামনে স্ত্রীর পুরো শরীর ঢাকার পরও হাত,মুখ ঢেকে রাখার কথা বললে বলে যে তাদের ফ্যামিলি তে নাকি ফিত্নার আশংকা নেই ,আর মুখ খোলা জায়েজ আছে,তাহলে স্ত্রীর করনীয় কি?
বাবা মা এবং স্বামী যদি পর্দা করতে সাপোর্ট না করে এবং তিরষ্কার এর চোখে দেখে তাহলে আমার কি করনীয়,এমনকি বেশি বুঝাতে গেলে ঝগড়া হয়ে সম্পর্ক বাজে রুপ নেয়।