আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ,
আমাদের ৫ জনের পরিবার। ঢাকায় সবকিছুর অনেক দাম থাকায় আমার বাবার পক্ষে পুরো পরিবার(ঘর ভাড়া+খাওয়া+পড়াশোনা) চালানো সম্ভব হয় না। তাই আমার বড় বোন চাকরি করেন এবং খাবারের,ছোট ভাইয়ের স্কুল খরচ এছাড়াও যাবতীয় খরচ দেন। তিনি আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজী। বোরকা-হিজাবেই চাকরি করেন। দ্বীনের বুঝ না থাকায় প্রথমে ব্যাংকের চাকরি নেন। পড়ে যখন জানতে পারেন হারাম তখন খুব অস্থির হয়ে পড়েন ছাড়ার জন্য। কিন্তু কিছু দিন পর তার ব্যাংক নতুন উদ্যোগ গ্ৰহন করে।উদ্যোগ হল- ইসলামিক সেক্টর শুরু করে। ত্রেতাদের উৎসাহিত করে তারা যেন ইসলামী account করে। সুদ ভিত্তিতে account না করে। এছাড়াও তাদের পরিকল্পনা ৫-৬ বছরের মধ্যে সমপূর্ণ ইসলামী ভিত্তিতে ব্যাংক ব্যবস্থা শুরু করবে। তাই এখন আমার বোন চাকরি ছাড়ছে না।
১.এখন কি তার income হালাল হচ্ছে?
২.সে আমাকে অনেক কিছু কিনে দেয়, সেগুলি নেওয়া যাবে?