আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
164 views
in সালাত(Prayer) by (36 points)
edited by
শায়েখ।
১।ফরজ নামাজের মধ্যে রুকু থেকে দাড়ানোর পর রাব্বা-না লাকাল হামদ পড়েছি কি পড়ি নাই আমার মনে নেই একবার মনে হয় পড়েছি আবার মনে হয় পড়ি নাই এর কারনে আমি সাহু সেজদা দিয়েছি। এখন আমার নামাজ কি হয়েছে নাকি আমাকে নামাজ আবার পড়তে হবে?

২।দাড়ি নিম্নে কতটুকু রাখলে ওয়াজিব আদায় হবে?গুনাহ হবে না?

৩।আমার একটা গুটা হয়েছে সেটা গলে যাওয়ার পর সেখান থেকে সামান্য পরিমান পানি এবং হালকা রক্ত বের হয় তবে ওই পরিমান পানি এবং রক্ত বেয়ে গড়িয়ে পরবে না কিন্তু সেই পানি এবং রক্ত টিসু দিয়ে মুছলে আবার পানি এবং রক্ত আসে যতবার মুছি ততবার পানি এবং রক্ত আসে। আর না মুছলে পানি এবং রক্ত অতি সামান্য পরিমান সেখানে থাকে তবে এই পানি এবং রক্ত গড়িয়ে পরার মত না অতি সামান্য। এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে?উল্লেখ্য ওয়াক্ত শেষ পযার্য়ে তাও ঠিক হয়নি এ রকমি আছে পানি এবং রক্ত সামান্য পরিমান বের হয় তাহলে কি আমি এটাকে ওযর হিসেবে নামাজ পরে নিব? উল্লেখ্য নামাজ না পড়লে ওয়াক্ত শেষ হয়ে যাবে? আর এক ওয়াক্ত পড়েছি এখনও ঠিক হয়নি তাহলে সে ওয়াক্ত কাজা করতে হবে নাকি?
৪।এ অবস্থায় আমি কি রোজা রাখতে পারব?

1 Answer

0 votes
by (566,160 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
রুকু থেকে উঠার সময় রাব্বা-না লাকাল হামদ পড়া সুন্নাত।
,
হাদীস শরিফে এসেছেঃ-

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَقَطَ مِنْ فَرَسٍ عَلَى شِقِّهِ الأَيْمَنِ فَدَخَلُوا عَلَيْهِ يَعُودُونَهُ فَحَضَرَتِ الصَّلاَةُ فَلَمَّا قَضَى الصَّلاَةَ قَالَ " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ " .

হান্নাদ ইবনু সাররী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে (একদা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে ডানদিকে পড়ে গেলেন। লোক তাকে দেখতে (তার ঘরে) প্রবেশ করল। ইতিমধ্যে সালাতের সময় উপস্থিত হলে। তিনি সালাত শেষ করে বললেনঃ ইমাম বানানো হয় তার অনুসরণ করার জন্য। যখন তিনি রুকু করেন, তখন তোমরাও রুকু করবে। আর যখন মাথা উঠান, তোমরাও মাথা উঠাবে আর যখন সিজদা করেন, তোমরাও সিজদা করবে। আর যখন ইমাম "সামিআল্লাহু লিমান হামিদা" বলেন, তখন তোমরা বলবে "রাব্বানা লাকাল হামদ।"

(সহিহ, বুখারি হাঃ ৮০৫, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৮১৬ ইবনু মাজাহ হাঃ ১৪৩৮)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ইমামের পিছনে হোক বা একাকী নামাজ আদায় কারী হোক, রুকু থেকে উঠার সময় রাব্বা-না লাকাল হামদ পড়া সুন্নাত।
এটি কোনো ফরজ বা ওয়াজিব বিধান নয়।
এটি না বলা হলেও নামজা শুদ্ধ হয়ে যাবে।
এটি না বললে কোনো সেজদায়ে সাহু আবশ্যক হয়না।
,
তাই প্রশ্নে উল্লেখিত নামাজে সেজদায়ে সাহু দেয়া ঠিক হয়নি।

★তবে উক্ত নামাজ আদায় হয়ে গিয়েছে।
সেটি পুনরায় আদায় করতে হবেনা।

(০২)
এক মুষ্ঠি রাখতে হবে।

বিস্তারিত জানুনঃ 

https://ifatwa.info/3975/

https://ifatwa.info/26453/

(০৩)
ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আপনার এই অবস্থা চলমান রয়েছে,তাই আপনি মা'যুর, এভাবেই নামাজ আদায় করতে পারবেন।
আপনি ওয়াক্তের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন,দেখবেন ভালো হয় কিনা।

আগের নামাজের কাজা আদায় করতে হবে।

(০৪)
হ্যাঁ এমতাবস্থায় রোযা রাখতে পারবেন।
কোনো সমস্যা নেই। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (36 points)
মাযুর হিসেবে যে নামাজ পড়েছি তা কি কাজা করতে হবে? আপনি বলেছেন কাজা করতে হবে কিন্তু সেই সময়ওতো আমার এই সমস্যা ছিল?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 343 views
...