জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে এসেছেঃ
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه و سلم لا يحل لإمرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر سفرا يكون ثلاثة أيام فصاعدا إلا ومعها أبوها أو ابنها أو زوجها أو أخوها أو ذو محرم منها
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে
এমন কোন মহিলার জন্য জায়েজ নয়, তিন দিন বা এর চেয়ে অধিক দিনের সফর করে অথচ তার সাথে তার পিতা, তার ছেলে, বা তার স্বামী বা তার ভাই কিংবা কোন মাহরাম না থাকে। {সহীহ মুসলিম, হাদীস নং-৪২৩}
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি সেখানে পড়তে পারবেন।
তবে সেখানে যাতায়াতের সময় কোনো মাহরাম পুরুষের সাথে যাওয়া আবশ্যক।
সেখানে মহিলা হোস্টেলে থেকে পড়াশোনা করতে চাইলে পর্দার শহিত, শরিয়তের বিধি বিধান মেনে চলে, দীনের ইলম গ্রহন করা জায়েজ আছে।
তবে শর্ত হলো মহিলা হোস্টেলে কোনো পুরুষ না থাকা,ফেতনার আশংকা না থাকা, ইত্যাদি।
★পরিবার রাজি না হলে পূর্ণ পর্দা মেনে জেনারেল লাইনে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হলে পরিবারের সিদ্ধান্ত মেনে জেনারেল লাইনে পড়া চালিয়ে যাওয়ার পরামর্শ থাকবে।
সাথে সাথে দ্বীনি ইলম আপনি অনলাইন কোনো মাদ্রাসার মাধ্যমে বাসা থেকেই ক্লাশ করতে পারবেন।