আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
656 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম, শায়েখ।

(আমি দুঃখিত কারণ প্রশ্নটা অনেক বড়। একটু সবর করে পড়বেন বলে আশা করি।)

আল্লাহ তাআ'লার অশেষ রহমতে ২-২.৫ বছর আগে আমি ঈমানের পথে চলা শুরু করি।দিনেদিনে ঈমান, আমল এর পথে আমি অনেক দৃঢ় হয়ে উঠি। আল্লাহর রহমতে আখিরাত নিয়ে আমার চিন্তা ভাবনা বাড়ে এবং যুহদ দৃঢ় হয়।

কিন্তু জীবনে একটা বড় ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমার লাইফে হঠাৎ অনেক পরিবর্তন চলে আসে। কলেজ জীবনে পা দেওয়ার পর আমাকে অনেকটাই দুনিয়ামুখী হতে হয়েছে। সেই সাথে স্কুল জীবনে থাকা সৎসঙ্গীগুলো হারিয়েছি। কলেজের প্রথম এক বছর কেটে যায় শুধু এটা ভেবেই যে পড়াশোনায় বেশি ঝুকে গেলে দ্বীন থেকে সরে যাব। হঠাৎ যুহদী মানসিকতা  থেকে দূর হয়ে দুনিয়ার চিন্তা করতে গিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।

সাম্প্রতিক সময়ে এই মহামারির পরিবেশ আমাকে আরো দূর্বল করে দিয়েছে।পড়াশোনার ব‍্যাপক ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে অলস জীবনযাপন করে ৬-৭ টা মাস আমি নষ্ট করে ফেলেছি।সেজন‍্য হতাশা তো আছেই। সাথে সাথে সেই বছর খানেক আগে থেকে শুরু হওয়া ঈমানী অধঃপতন তো আছেই। দিনের পথে দৃঢ় হতে পারছিনা।
-শারীরিকভাবে কিছু অসুস্থতার কারণে দেখা যায় এক ওয়াক্তের সলাত কয়েকবার পড়া লাগে। কারণ মাযুর পর্যায়ে আমার সমস‍্যা পৌছায় না। সলাত আদায় করে তাই প্রশান্তি পাই না।

-ইবাদত করার সময় শয়তান ওয়াসওয়াসা দেয় -" আমি এসব আল্লাহর তাআ'লার সন্তুষ্টির জন‍্য করছি না বরং অভ‍্যাস হয়ে গেছে তাই করি"

-কথা কাজে শিরকী কুফরী কিছু বলে ফেললাম করে ফেললাম বলে সবসময় মনে হয়।

-দ্বীনি / দুনিয়াবি কোনো কাজে নিয়তে দৃঢ়তা পায়না। হতাশা হয়।

-সালাত, যিকির করতে গেলে পড়াশোনা আর ভবিষ্যৎ চিন্তা আমাকে হতাশ করে ফেলে।আবার ঈমানের নাজুক দশা আমাকে পড়াশোনায় মন দেওয়া থেকে দূরে রাখে।দিনদিন হতাশায়  শুধু বাড়ে।

-সালাত,দুআ,যিকির করার সময় ওয়াওয়াসা হয়-" আমি তওবা করি পরের মুহূর্তে একি পাপ করি। বারবার একি ফাদে পা দিই। আল্লাহ তাআলা আমার দুআ কবুল করবেন না।কি লাভ এগুলো করে।আল্লাহ তাআলা আমার কাছ থেকে কবুল করছেন না "

শায়েখ এসব সমস‍্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে নসিহত করুন। নিশ্চয় উপদেশ মুমিনের উপকার করে।জাযাকাল্লাহু খায়রান।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া অালাইকুম আসসালাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার মন অশান্তিতে আছে।এ জন্য আপনি নিয়মিত ধারাবাহিক আল্লাহর যিকির করতে থাকুন-দেখবেন মন শান্ত হবে।
الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।(সূরা রা'দ-২৮)

সব নেতিবাচক ধারণাকে পরিহার করুন।এবং একজন আল্লাহ ওয়ালা বুজুর্গের সহচরী হোন।মাদানি সিলসিলা বা থানভী সিলসিলার কারো খেদমতে হাজির হওয়ার চেষ্টা করুন।এবং সেখানে দীর্ঘদিন থাকার চেষ্টা করুন।বুজুর্গের কাছে সবকিছু খুলে বলবেন।তাবলীগে কমপক্ষে এক চিল্লা দেওয়ার চেষ্টা করুন।

জাযাকুমুল্লাহ।আল্লাহ আপনার সহায় হোক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...