ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সুরা নুহ দিয়ে সালাত আদায় করতে গিয়ে মাঝে ২ আয়াত বাদ পড়ে যায় যা রুকু দেওয়ার পর মনে পড়ে যে মাঝে আয়াত বাদ পড়ে গেছে। তাহলে এমতাবস্থায় আপনার ঐ সালাত হবে।
(২)
বড় সুরার অল্প অংশ দিয়ে সালাত পড়তে গেলে যদি যে আয়াতে রাকাত শেষ করা হয়, সে আয়াতের ওয়াকফে থামের উপর লাম আলিফ চিহ্ন থাকলে উত্তম হল, এমন স্থানে গিয়ে ওয়াকফ করবেন, যেখানে "লা" নেই। তবে ওয়াকফ করে নিলে নামায ফাসিদ হবে না।
(৩)
যখনই আপনার নিসাব পূর্ণ হবে তখনই আপনি যাকাত দিবেন।যদি কুরবানির সময় আপনার মালের পূর্ণ এক বৎসর অতিবাহিত হয়, তাহলে তখন আপনি যাকাত দিবেন।এখন যাকাত দেয়ার কোনো প্রয়োজনিয়তা নাই।
(৪)
স্বামীর হালাল ইনকামে বারাকাহর জন্য আপনি দৈনিক রাত্রে সূরায়ে ওয়াকেয়া পড়বেন।