আল্লাহ তায়ালা ব্যাতিত অন্য কেহই কিছুই দিতে পারেনা।
আল্লাহ ব্যাতিত অন্য কাহারো থেকে চাওয়া শিরক।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে আসলেই তাদের আকীদা এমন হয়ে থাকলে এটি তাদের শিরকি আকীদা।
হ্যাঁ তবে তারা যদি রাসুলুল্লাহ সাঃ এর নাম উসিলা হিসেবে ব্যবহার করে আল্লাহর কাছেই চায়,তাহলে তো কোনো সমস্যা নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ ﴿106﴾ وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ (يونس: 106-107)
‘‘আল্লাহ ছাড়া এমন কোন সত্তাকে ডেকোনা, যা তোমার কোন উপকার করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। যদি তুমি এমন কারো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ যদি তোমাকে কোন বিপদে ফেলেন, তাহলে একমাত্র তিনি ব্যতীত আর কেউ তা থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না।’’ (ইউনুসঃ ১০৬, ১০৭)
আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন,
فَابْتَغُوا عِنْدَ اللَّهِ الرِّزْقَ وَاعْبُدُوهُ وَاشْكُرُوا لَهُ (ألعنكبوت: 17)
‘‘আল্লাহর কাছে রিযিক চাও এবং তাঁরই ইবাদত করো’’।
(আনকাবুত : ১৭)
আল্লাহ তাআলা অন্য এক আয়াতে ইরশাদ করেছেন,
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ (الأحقاف: 5)
‘‘তার চেয়ে অধিক ভ্রান্ত আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া এমন সত্তাকে ডাকে যে সত্তা কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না’’। (আহকাফ : ৫)
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ (النمل: 62)
‘‘বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে কে সাড়া দেয় যখন সে ডাকে ? আর কে তার কষ্ট দূর করে?’’ (নামল : ৬২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ঐ সমস্ত ইমামদের আকীদা যদি আসলেই এমন হয়,তাহলে আপনার মহল্লায় শিরক মুক্ত আকীদায় বিশ্বাসী ইমাম না থাকলে আপনি বাসাতেই ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারবেন।
তবে জুম'আর নামাজের ক্ষেত্রে আপনি পুরো শহর খুজে কোনো শিরক মুক্ত আকীদায় বিশ্বাসী ইমামের পিছনে গিয়ে জুম'আ আদায় করবেন, কোনো কওমি মাদ্রাসার মসজিদে যাবেন
আপনি খুজলে আপনাদের থানা,উপজেলায় অবশ্যই একটি হলেও শিরক মুক্ত আকীদায় বিশ্বাসী ইমাম পাবেন,ইনশাআল্লাহ।
সবচেয়ে ভালো হয়,আপনারা যারা সহীহ আকীদায় বিশ্বাসী,তারা একটি মসজিদ তৈরি করবেন।
অথবা কোনো ঘরে বা কোনো স্থানে আপনারা একসাথে জামাত করবেন।