শায়খ দুআ কবুলের বিভিন্ন সময়ে, দুআ কবুলের শর্তগুলো পূরণ করে কিছু দুআ করেছি, করে যাচ্ছি যেগুলো পাওয়া আমার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও দুআ কবুলের মালিক কবুল করছেন না। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমি জানি না।
এই রমাদানে ও দুআগুলো করে যাচ্ছি। হয়তো বা আমি গুনাহগার বলে ও তিনি দুআ কবুল করছেন না।
ফেসবুকে শায়খুল হাদিস আরেফবিল্লাহ্ আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিপী নামক একজন আলেমের কান্নাবিজড়িত একটা ভিডিও চোখে এলো। তিনি বললেন ইশার সলাতের পর ১০০ বার দরূদ, ৯৯ বার লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ ১ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আবার ১০০ বার দরূদ পড়ে যেকোন দুআ করলে কবুল হবে। উনি ও অনেকেই নাকি হাতেহাতে ফল পেয়েছেন।
শায়খ, ওখানে অনেকেই বলেছেন এটা বিদাত। যেহেতু রসুলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোন কিছু করেননি।
তাহলে শায়খ এভাবে নির্দিষ্ট করে পড়লে বিদাত করা হবে? এবং আমার গুনাহ হবে?
দুআগুলো কবুল হওয়া আমার জন্য অনেক জরুরি শায়খ। তাই ব্যাকুল হয়ে জানতে চাওয়া।