বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
(دعاء) في المنام عبادة في اليقظة أو صلاة يصيبها الرائي والدعاء يدل على بلوغ المقصد ويدل على الولد
স্বপ্নে দু'আ দেখা মানে সজাগ অবস্থায় ইবাদত করা।অথবা রহমত যা স্বপ্নদ্রষ্টাকে স্পর্শ করবে।দু'আ মাকসাদ হাসিলের উপর প্রমাণ বহন করে।এবং কখনো কখনো সন্তান ভূমিষ্টের উপর প্রমাণ করে।(তা'তিরুল আনাম ফি তা'বিরুল মানাম-১/১১২)
(رُؤْيَة الدُّعَاء)
وَمن رأى أَنه يَدْعُو لنَفسِهِ فَإِن خاتمته تكون إِلَى خير وتقضى حَوَائِجه أَو يرزقه الله ولدا
যদি কেউ স্বপ্নে দেখে যে, সে নিজের জন্য দু'আ করছে,তাহলে তার শেষ পরিণীতি ভালো হবে।তার হাজত পূর্ণ হবে।আল্লাহ তাকে সন্তান দান করবেন।
(জা'মেউ তাফসীরিল আহলাম-১/৫৫)
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার হাজত পূর্ণ হবে ইনশা'আল্লাহ।