বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) নারী পুরুষ উভয়ের লজ্জাস্থান একত্রিত হওয়াকে ওতি বা সহবাস বলে।লিঙ্গে কোনো কিছু বেধে যদি সহবাস করা হয়, তাহলে সেটাকেও পরিভাষায় সহবাস বলা হবে।
(২)
আপনি তো তাকে অবৈধ ভাবে কথা বলতে বা মুবাইল দ্বারা অবৈধ কোনো কাজ করতে সরাসরি সহযোগিতা করছেন না।তাই চার্জার দেয়ার জন্য আপনার কোনো গোনাহ হচ্ছে না।
(৩)
দেখেন উপবৃত্তির টাকা মূলত ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্যই দেয়া হয়ে থাকে, যেহেতু আপনি এখন আর পড়াশোনা করবেননা, তাই আপনার জন্য উপবৃত্তি গ্রহণ জায়েয হবে না।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)