ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এক নামাযে যত ভুলই হোক, সাহু সিজদা কিন্তু একবারই আসে।সুতরাং সাহু সিজদা দিতে গিয়ে কোনো ভূল হলে, একবারের সাহু সিজদাই যথেষ্ট হবে।
(২)
সে যত মূল্য নির্ধারণ করুক না কেন, তার বিক্রিত পণ্যর বিনিময়ের মূল্য তার জন্য জায়েয হবে।তবে এভাবে অতিরিক্ত মূল্য নির্ধারণ তার জন্য উচিৎ হয়নি।
(৩)
আপনার তিলাওয়াত নিম্নস্বরে হওয়ার পরও পাশের মুক্তাদি শুনে ফেললে আপনার নামাযে কোনো সমস্যা হবে না। আপনার তিলাওয়াতে যদি অর্থ না বিগড়ে যায়, তাহলে আপনার নামায হবে। অর্থ বিগড়ে গেলে নামায হবে না।
(৪)
নামাযের তাসবিহাতে একটির স্থলে অন্যটি পড়ে নিলে নামাযে কোনো সমস্যা হবে না।
(৫)
নামাযের জন্য যেই শর্ত রয়েছে,তিলাওয়াতে সিজদা জন্য ও সেই শর্ত প্রযোজ্য হবে।