১. একটি জায়গা থেকে জানতে পারলাম, কোন কুফরী কথা শুধু মুখে বলা যদিও তার অন্তরে সেই কথায় বিশ্বাস নেই, তবুও তা কুফরী। জেনে বুঝে কেউ কুফরী কথা বললে, যদিও অন্তরে বিশ্বাস ভিন্ন হলে তা কুফর, সে কাফির। তবে এটা কুফরী কথা বুঝাতে বললে সেক্ষেত্রে ভিন্ন। এটা কি সঠিক। দলীল কি? আমরা তো জানি প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল।
২. উপরের প্রশ্নের উত্তর যদি কাফির হয়, তাহলে যারা বিভিন্ন কুফরী, শিরকী গান শুনে ও মুখে গুন গুন করে না বুঝে তাদের হুকুম কি?
৩. সিনেমার মুসলমান হওয়া সত্তেও যারা অমুসলিম চরিত্রে অভিনয় করে, তাদের হুকুম কি?
৪. কুরআন - হাদীসের যেসব জায়গায় আল্লাহর হাত - পা এসবের কথা আছে, আর এসব সম্পর্কে এই আকিদা রাখা যে আল্লাহর আসলেই হাত পা আছে কিন্তু তা আল্লাহর মত। এই আকিদা কি কুফরী, সে কি কাফির?
৫. কেউ যদি আল্লাহর সিফাত যেমন: হাত - পা, আরশ এক্ষেত্রে আকীদায় সালাফী বা আশআরি কোন আকিদা আসলে সঠিক, ঠিক বুঝতে না পেরে কোন আকিদাই পোষন না করে বরং মনে করে, যে আল্লাহই এব্যাপারে ভালো জানে, এবং এসব হাত - পা, আরশের আয়াত অর্থ কোনো সাদৃশ্য নাকোচ না করে পুরো অর্থ আল্লাহর উপর ছেড়ে দিয়ে আয়াতটি বিশ্বাস করে, তবে কি ঠিক হবে?
৬. শাতিমে রাসুল (স) এর হুকুম মৃত্যুদন্ড। তবে তার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। কিন্তু রাষ্ট্র অবহেলা করলে তখন কোন ব্যাক্তি নিজে দায়িত্ব নিলে তার হুকুম কি। এমন ব্যক্তির সম্পর্কে না জেনে বুঝে কেউ খারাপ মন্তব্য করলে, যেমন: জঙ্গি বললে ওই ব্যক্তির হুকুম কি?
৭. ফ্রিল্যান্সিং এ যদি আমি কারো কোন কাজ চুক্তিমত ঠিকমত করে দেই, আর কাজ শেষে যদি সে খুশি হয়ে বোনাস দেয়, তবে সেই টাকা নেয়া জায়েজ হবে?
৮. টিউশনি করতে গেলে বিভিন্ন বাসায় যেতে হয়, এখন কোন বাসায় গেলে তাদের ইনকাম যদি হারাম সন্দেহ হয়, একদম সুনিশ্চিত না। সেক্ষেত্রে কি সেই বাসায় কিছু খেতে দিলে খাওয়া জায়েজ হবে?