ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
গুনাহের কাজ যেমন নিজে করা জায়েজ নেই,অন্যকে সহযোগিতা করাও জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হাদীস শরীফে এসেছেঃ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
গার্মেন্টস থেকে নারীদের জন্য প্রশ্নে উল্লেখিত পোশাক বানিয়ে বিক্রয়ের ক্ষেত্রে এটি তো স্পষ্ট ভাবে জানা যায়না যে ক্রেতা গায়রে মাহরামদের সামনে সেটা পড়বেই।
ক্রেতা বেপর্দায় চলে, এটি তো বুঝার উপায় সেখানে নেই।
সুতরাং উক্ত পোশাক বানানো যাবে।
,
তবে স্পষ্ট কোনো পোশাক যদি এমন হয় যে তাহা মেয়েরা গায়রে মাহরামদের সামনেই শুধু প্রদর্শন করে,তাহলে তাহা বানানো মাকরুহ হবে।
,
প্রশ্নে উল্লেখিত উভয় রকমের গার্মেন্টসে মেকানিকাল বিভাগে চাকুরী আপনার জন্য হালাল হবে, উপার্জিত অর্থ হালাল হবে।
আরো জানুনঃ