আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
202 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (66 points)
edited by
আসসালামু আ'লাইকুম,
১. একজন মানুষের  চাকরির বয়স প্রায় ২২ বছরের মতো বা তার চেয়ে বেশি হতে পারে।
যাকাত নিয়ে তার যদি ধারণা না থাকে,সে যদি মনে করে যে শুধুমাত্র ৭ ভরি স্বর্ণের ই শুধু যাকাত দিতে হয় কিন্তু তার সে পরিমাণ স্বর্ণ নাই তাই সে এতদিন যাবৎ যাকাত দেয়নি,তো সেক্ষেত্রে এখন যদি যাকাত দিতে চায় তাহলে কি আগের সব যাকাত আদায় করতে হবে? যদি নিসাব পরিমান সম্পদ হয়ে থাকে? কিন্তু ঠিক কবে থেকে নিসাব পরিমান সম্পদ হয়েছে সেটা যদি মনে না থাকে,আর জমানো অর্থের পরিমাণ কত ছিলো সেটাও যদি মনে না থাকে সেক্ষেত্রে করনীয় কি? যাকাত কি অল্প অল্প করে এক্ষেত্রে আদায় করা যাবে সারা বছর ধরে; যতদিন না আগের সব যাকাত পূরণ হচ্ছে?  আর যেহেতু অনেক বছরের যাকাত জমা হয়ে আছে সেগুলো এখন একবারে এত টাকা আদায় করা সম্ভব না হয়, আর সে পরিমাণ টাকা ও যদি এখন না থাকে তো সেক্ষেত্রে করনীয় কি?
২.কুরআন কিনার ক্ষেত্রে অযু থাকা প্রয়োজন কি না? যদি বাসা থেকে দোকান যাওয়ার পথে অযু ভেঙে যায় তখন কি করতে হবে? (আমার গ্যাস্ট্রিক+ সাদা স্রাবের সমস্যা আছে,নামাজে কয়েকবার অযু করে নামাজ পড়তে হয় মাঝে মধ্যে ই)
৩. আমার এক বোন সে i fatwa তে প্রশ্ন করতে পারে না,তার প্রশ্ন টা আমাকে করতে বলেছে-
Assalamu alaikum wa rahmatullah
ami deen er path e aschi goto ramzan theke
Onno deeni bonder  moto amr cawa ekjon husband
Ekta page theke ekta cheler sathe kotha hocche..
Onar temon deeni bujh nai
Namaz ruja continue kore
Kintu deen shikhte chai(Oni janalo)
Oni chai emon meye ke biye korte je take deen shikhabe

Amr ammu ke janano por ammu agree
Kintu amr mon ekbar sai dicche r ekta dicche na
Ami confused

Istekharar namaz porchi onar sathe jugajug off kore
Miss korchilam kichuta
But kalke phone diye bolche onar amr jonno kharap lagche
 duniyar side theke mutamuti sob match hoi
Kintu amr target to duniya na
Jannat
Tai istekhara kore o confused
Eta vabe j duniyar match howa ke priority dicchi kina?
Mon ki jonno tanche setai bujhte parchi na
এখন কি করা উচিত?

1 Answer

0 votes
by (566,790 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
যাকাত আদায় না করলে এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।

হাদীস শরীফে এসেছেঃ
  
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله صلى الله عليه و سلم ومعها ابنة لها وفي يد ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها ” أتعطين زكاة هذا ؟ ” قالت لا قال ” أيسرك أن يسورك الله بهما يوم القيامة سوارين من نار ؟ ” قال فخلعتهما فألقتهما إلى النبي صلى الله عليه و سلم وقالت هما لله عزوجل ولرسوله

অনুবাদ- আমর বিন শুয়াইব থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিন [দাদা] বলেনঃ এক মহিলা তার কন্যাসহ রাসূল সাঃ এর খিদমতে উপস্থিত হন। তার কন্যার হাতে মোটা দুই গাছি স্বর্ণের চুড়ি [কাঁকন] ছিল। তিনি [রাসূল সাঃ] তাকে বললেনঃ তোমরা কি এটার যাকাত আদায় কর? মহিলা বলেনঃ না। রাসূল সাঃ বলেনঃ তুমি পছন্দ কর যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমাকে এক জোড়া আগুনের কাঁকন পরিধান করান? রাবী বলেনঃ একথা শুনে মেয়েটি তার হাত থেকে তা খুলে নবী করীম সাঃ এর সামনে রেখে দিয়ে বললঃ এ দু’টি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৫৬৩, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৭৭৯৯, সুনানুল কুবরা লিননাসায়ী, হাদীস নং-২২৫৮, সুনানে দারা কুতনী, হাদীস নং-২০০৫}

عن عبد الله بن شداد بن الهاد أنه قال دخلنا على عائشة زوج النبي صلى الله عليه و سلم فقالت ” دخل علي رسول الله صلى الله عليه و سلم فرأى في يدي فتخات ( خواتيم كبار ) من ورق فقال ” ما هذا يا عائشة ” ؟ فقلت صنعتهن أتزين لك يارسول الله قال ” أتؤدين زكاتهن ؟ ” قلت لا أو ماشاء الله قال ” هو حسبك من النار “

হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ ইবনুল হাদ থেকে বর্ণিত। তিন বলেন, আমরা রাসূল সাঃ এর স্ত্রী হযরত আয়শা রাঃ এর খেদমতে উপস্থিত হই। তখন তিনি বলেন, একদা রাসূল সাঃ আমার নিকট উপস্থিত হয়ে আমার তাতে রূপার বড় বড় আংটি দেখতে পান। তিনি বলেন, হে আয়শা! এটা কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার উদ্দেশ্যে রূপচর্চা করার জন্য তা বানিয়েছি। তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি কি এর যাকাত পরিশোধ করে থাক? আমি বললাম, না অথবা আল্লাহ পাকে যা ইচ্ছে ছিল। রাসূল সাঃ বললেনঃ তোমাকে দোযখে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। {সুনানে আবু দাউদ, হাদীস নং-১৫৬৫, সুনানে সুগরা লিলবায়হাকী, হাদীস নং-১২৩৩, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৭৩৩৮, সুনানে দারা কুতনী, হাদীস নং-১৯৭৪, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১৪৩৭}

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কাহারো কাছে শুধু টাকা বা শুধু রুপা বা টাকা রুপা উভয়টি থাকলে,এসব ছুরতে সাড়ে ৫২ ভরি রুপার মুল্য অনুযায়ী তার নেসাব ধরতে হবে।

আর শুধু স্বর্ণ থাকলে (এর সাথে সামান্যও টাকা বা রুপা না থাকলে) সাড়ে ৭ ভরি থাকলে যাকাত আসবে।
নতুবা নয়।

★কারো কাছে স্বর্ণ ৭. ৫ভড়ির চেয়ে কম, তাহলে এমতাবস্থায় রূপা দ্বারা স্বর্ণের নেসাবকে পূর্ণ করা হবে।

টাকা এবং মালের নেসাবঃ

টাকা এবং মালকে রূপার সাথে সংযুক্ত করে রূপার নেসাব হিসেবেই ধরা হবে।তথা কারো কাছে ৫২. ৫ভড়ি সমমূল্যে র টাকা বা ব্যবসায়িক পণ্য থাকলে তার উপর যাকাত আসবে।

বিস্তারিত জানুনঃ

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি প্রবল ধারনার উপর ভিত্তি করে আনুমানিক একটি বছর ঠিক করবে,যে বছরে তার সাড়ে ৫২ ভরি রুপার সমমূল্য টাকা ইত্যাদি হয়ে বছর পূর্ণ হয়েছিলো।
তখন তার সম্পদের আড়াই পার্সেন্ট হিসেব করে তার কত টাকা যাকাত আসে?
এভাবে সে পরবর্তী সব বছরের ধারনার ভিত্তিতে  আনুমানিক  একটি হিসেব করে মোট যাকাত তাকে এখন কতদিতে হচ্ছে,সেটি যোগ করে বের করে আস্তে-ধীরে তার সুযোগ সুবিধা মোতাবেক গরিবদের প্রদান করতে থাকবে।

এভাবে যাকাত দেয়া শেষ হওয়ার আগেই মারা গেলে ওয়ারিশদের সেই বাকি যাকাত পূর্ণ করার ওসিয়ত করবে।

(০২)
আপনি দোকানদারকে বলবেন যে কাগজ বা পলিব্যাগ ইত্যাদি দিয়ে প্যাকেট করে দিতে।
তাহলে অযুর প্রয়োজন থাকবেনা।

(০৩)
তিনি ইস্তিখারার নামাজ চালিয়ে যেতে পারেন।
তবে সেই ছেলে যেহেতু নামাজ রোযা কন্টিনিউ করে,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে তার সাথে বিবাহে কোনো সমস্যা দেখছিনা।     
সকলের সম্মতি থাকলে জানামতে উক্ত বিবাহ করায় কোনো সমস্যা হবেনা,আলহামদুলিল্লাহ।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...