ভর্তির সময়েই যদি উক্ত প্রতিষ্ঠানের এটি নিয়ম করে দেয় যে প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠান তার ভর্তি বাতিল করে দিতে পারে।
তাহলে এটে জেনে বুঝে সেখানে ভর্তি হওয়ার পর কর্তৃপক্ষ যদি এভাবে তার ভর্তি বাতিল করে দিয়ে পুনরায় ভর্তির টাকা নিয়ে ভর্তি করে দেয়,তাহলে তো এটি ঐ ছাত্রের মেনে নেয়া শর্তামাফিকই হয়েছে।
প্রশ্নে উল্লেখিত যাকাত থেকে বাঁচার জন্য কৌশল বা হিলা করা হারাম ও নাজায়েয।
এটি প্রকারন্তরে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার শামিল। আর আল্লাহকে ধোঁকা দেওয়া মুনাফিকদের কাজ।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
‘তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ তারা নিজদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না।’ [সূরা বাকারা, আয়াত: ৯]
★যাকাত থেকে বাঁচার জন্য প্রশ্নে উল্লেখিত হিলা করার কারনে যদিও তার উপর সেই বছর যাকাত ফরজ হবেনা,তবে অত্যাধিক প্রয়োজন ছাড়া এমনটি করার দ্বারা কঠিন গুনাহ হবে।
যাকাত থেকে বাঁচার জন্য এহেন কাজ খুবই ভয়ানক ও আল্লাহ তায়ালার আজাব কে দাওয়াত দিয়ে ডেকে আনার নামান্তর।
ইহা থেকে সর্বাবস্থায় বাঁচা জরুরি।
যাকাত আদায়ের দ্বারা সম্পদের মধ্যে বরকত হয়। কমতি হয়না।
তাই পূর্ণ মর্যাদা আর গুরুত্বের সাথে যাকাত দেয়া উচিত।
আল্লাহ তাআলা বলেন-
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَ تُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَ اللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ۱۰۳
‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন এবং আপনি তাদের জন্য দুআ করবেন। আপনার দুআ তো তাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’-সূরা তাওবা : ১০৩
وقال العلامۃ العینی رحمہ اللہ تعالی:وأما الاحتیال لإبطال حق المسلم فإثم وعدوان.
(عمدۃ القاری:34/469)