বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
মানুষ জীবিত হোক বা মৃত হোক সর্বদা মানুষকে সম্মান করতে হবে।তাকে অপদস্থ না করা যাবে না।
,
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻟَﻘَﺪْ ﻛَﺮَّﻣْﻨَﺎ ﺑَﻨِﻲ ﺁﺩَﻡَ
নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।
(সূরা বনী ঈসরাঈল-৭০)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, “অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে” [সূরা আত-তীন: ৪]
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
কোনো ছুরতেই এই ক্রয় বিক্রয় জায়েজ নেই।
(০২)
বর্তমানে প্রশ্নে উল্লেখিত ক্রয়কৃত নবজাতক ক্রেতার ক্রীতদাস হিসেবে গণ্য হবেনা।
(০৩)
তার উপর দত্তক নেয়া (পালিত) সন্তানের বিধান কার্যকর হবে।
তার সামনে পর্দা মেইনটেইন করতে হবে।
তার প্রকৃত বাবা মার বিষয় তাকে জানাতে হবে।
সেটিই তার আসল পরিচয় হিসেব থাকবে।
,
উক্ত সন্তান কখনো নিজ সন্তান হবে না, সেই সন্তান ওরাছতের মালিক ও হবে না।
পালিত মেয়ে সন্তান উক্ত ব্যক্তির গায়রে মাহরাম থাকবে।যাকে উক্ত ব্যক্তি প্রয়োজনে বিবাহ ও করতে পারবে।
ঠিক তেমনি ভাবে পালিত পুত্র সন্তান উক্ত ব্যক্তির স্ত্রী বা মেয়ের গায়রে মাহরাম।যাদের মধ্যকার বিবাহ বৈধ।সুতরাংতাদের মধ্যকার শরয়ী পর্দার বিধান আপতিত হবে।
বিস্তারিত জানুনঃ