আসসালামু আলাইকুম মুহতারাম,
একটি বিষয় জানার ছিলো কিছুদিন যাবত একটা সমস্যা দেখা দিয়েছে তা হচ্ছে প্রাস্রাব করার সময় প্রস্রাবের আগে এবং প্রস্রাবের সাথে আঠালো টাইপের পানি বের হয় অনেকটা কসের মত। এখন প্রশ্ন হচ্ছে এটা বের হওয়ার দ্বারা কি গোছল ফরজ হবে??? নামাজের আগে প্রস্রাব করার সময় বের হলে খুব টেনশনে পরে যাই। গোছল করতে হবে কি হবেনা! দয়া করে উত্তর প্রদান করবেন।
রব্বে কারীম আপনাদের এ মহান খেদমতকে কবুল করুন।